shono
Advertisement
Television News

পর্দার দুই 'আদর্শ বউমা' এবার একসঙ্গে, 'তুলসী'র দোসর হবেন 'পার্বতী', কবে সম্প্রচার বিশেষ পর্বের?

হিন্দি টেলিভিশনের দুই আদর্শ বউমা এবার ধরা দেবেন একসঙ্গে।
Published By: Arani BhattacharyaPosted: 11:49 AM Oct 16, 2025Updated: 11:49 AM Oct 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি টেলিভিশনের দুই আদর্শ বউমা এবার ধরা দেবেন একসঙ্গে। নস্ট্যালজিয়া উসকে পর্দায় এবার ধরা দেবেন 'তুলসী' এবং 'পার্বতী'। অর্থাৎ 'কিউঁ কি সাস ভি কভি বহু থি' ও 'কাহানি ঘর ঘর কি' ধারাবাহিকের দুই বউমা এবার একসঙ্গে আসবেন দর্শকের দরবারে। দুজনকেই দেখা যাবে 'কিউঁ কি সাস ভি কভি বহু থি' সিজন ২তে।

Advertisement

ধারাবাহিকে টুইস্ট আনতেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা। এই মুহূর্তে টিআরপি তালিকায় বেশ ভালো ফল করছে প্রতি সপ্তাহে একটা কাপুরের এই জনপ্রিয় ধারাবাইকের সিক্যুয়েল। তার মাঝেই পছন্দের দুই অভিনেত্রীকে তথা পর্দার দুই যোগ্য বউমাকে একসঙ্গে ফিরে পাওয়ার খবরে যারপরনাই আপ্লুত দর্শক। এই দুই বউমার চরিত্রে দুই অভিনেত্রী সাক্ষী তনওয়ার এবং স্মৃতি ইরানি দু'জনেই দর্শকের বড় পছন্দের। তাঁদের সঙ্গে উপস্থিত থাকবেন কিরণ কর্মকারও। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের সেই ছবি। বিশেষ সেই পর্ব দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। অনেকের মনেই এই প্রশ্ন ঘোরাফেরা করছে যে কবে সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব। জানা যাচ্ছে, 'কাহানি ঘর ঘর কি' ধারাবাহিকের পঁচিশ বছর পূর্তিতে সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব।

উল্লেখ্য, ২০০০ সাল। একতা কাপুরের ‘কে’ সিরিজে ঝড় তুলে দিয়েছিল এক নতুন ধারাবাহিক ‘কিউঁ কি সাঁস ভি কভি বহু থি’। তুলসী-মিহিরের দাম্পত্য, সংসারযাপনের কাহিনি হয়ে উঠেছিল দর্শকদের অন্দরমহলের চর্চার বিষয়। এরপর আট বছর টেলিদুনিয়ায় রাজত্ব করে ২০০৮ সালে সেই সিরিয়াল সম্প্রচার বন্ধ হয়। চলতি বছরে নতুন আঙ্গিকে ফেরে সেই ধারাবাহিক ‘কিউঁ কি সাঁস ভি কভি বহু থি’। আর সেই সঙ্গেই একতা কাপুরের হাত ধরে টেলিপর্দায় প্রত্যাবর্তন করেন ‘তুলসী ভিরানি’ ওরফে স্মৃতি ইরানির। এবার সেই নস্ত্যালজিয়া ফিরছে দ্বিগুণ হয়ে দর্শকের কাছে দুই বউমার উপস্থিতির হাত ধরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নস্ট্যালজিয়া উসকে পর্দায় এবার ধরা দেবেন 'তুলসী' এবং 'পার্বতী'।
  • অর্থাৎ 'কিউঁ কি সাস ভি কভি বহু থি' ও 'কাহানি ঘর ঘর কি' ধারাবাহিকের দুই বউমা এবার একসঙ্গে আসবেন দর্শকের দরবারে।
  • দুজনকেই দেখা যাবে 'কিউঁ কি সাস ভি কভি বহু থি' সিজন ২তে।
Advertisement