shono
Advertisement
Television News

পুজোর শুরুতেই শেষ 'কথাগ্নি'র পথ চলা! টেলিভিশনের পর্দায় কথা-এভি জুটিকে আর দেখা যাবে না

শেষ দিনের শুটিং নিয়ে কী লিখলেন সুস্মিতা?
Published By: Arani BhattacharyaPosted: 01:56 PM Sep 28, 2025Updated: 01:56 PM Sep 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেবীপক্ষেই শেষ হল 'কথাগ্নি'র পথচলা। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'কথা'র শেষ দিনের শুটিংয়ের খবর নিজের সোশাল মিডিয়াতে ভাগ করে নিয়েছেন পর্দার 'কথা' সুস্মিতা দে। গুহ পরিবারের অন্দরের নানা কাণ্ড, 'কথা' ও 'অগ্নি'র নানা রোম্যান্টিক মুহূর্ত, মজা, খুনসুটি পর্দায় দেখতেন দর্শক এবার সেই জার্নিই শেষ। পর্দার 'গোবর দেবী'র তা নিয়ে বেশ মনখারাপ। তার পোস্টেই তা স্পষ্ট।

Advertisement

ধারাবাহিকের বেশ কিছু মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সুস্মিতা লিখেছেন, 'কথাকলি গুহ, এই নামটা আমার জীবনে, আমার সঙ্গে সারা জীবন থেকে যাবে। এই নামটা, এই চরিত্রটা আমাকে অনেক ভালোবাসা, শ্রদ্ধা দিয়েছে। আমার জন্যও আমার দর্শক-অনুরাগীরা যে ভালোবাসা দেখিয়েছেন তাতে আমি আপ্লুত। শুধু তাই নয়, এখানে আমি একটা পরিবার পেয়েছি। আর তা হল 'গুহ পরিবার'।সব শুরুরই একটা শেষ থাকে। ঠিক সেভাবেই আমাদের পথচলা শেষ হল। পাচকমশাইকে অনেক ধন্যবাদ আমাকে সহ্য করার জন্য। কথা-এভি গুহ পরিবারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়েছে, ভালোবাসা দিয়েছে, আপনাদের ভালবাসতে শিখিয়েছে, সম্পর্কের গভীরতা শিখিয়েছে। তেলে-জলেই মিশে গেল, কী বলেন? আমার গোটা 'কথা' টিমকে অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য।'

কথার এই পোস্টের পরই রীতিমতো মন খারাপ হয়েক্সছে তাঁর অনুরাগীদের। নেটিজেনরা কমেন্ট করেছেন,'পাচক মশাই আর গোবর দেবীকে আমাদের সারাজীবন মনে থাকবে।', কেউ লিখেছেন, 'খবরটা শুনে চোখ ভিজে এল', আবার কেউ লিখেছেন, 'কথা চরিত্রটা অনেক কিছু শিখিয়ে গেল।' ২০২৩ সালের ডিসেম্বরে স্টার জলসার পর্দায় পথচলা শুরু করেছিল 'কথা'। টেলিপর্দার নতুন এই জুটিকে ভালোবাসতে শুরু করেন দর্শক। পর্দায় সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে জুটি বেশ মন কেড়েছিল দর্শকের এদিন সুস্মিতার পোস্টে দর্শকের নানা মন্তব্য বুঝিয়ে দিয়েছে যে তাঁরা এই জুটিকে বেশ মিস করবে। তবে শেষ হলেও নতুন শুরুর অপেক্ষা করার কথাও বলেছেন সুস্মিতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'কথা'র শেষ দিনের শুটিংয়ের খবর নিজের সোশাল মিডিয়াতে ভাগ করে নিয়েছেন পর্দার 'কথা' সুস্মিতা দে।
  • গুহ পরিবারের অন্দরের নানা কাণ্ড, 'কথা' ও 'অগ্নি'র নানা রোম্যান্টিক মুহূর্ত, মজা, খুনসুটি পর্দায় দেখতেন দর্শক এবার সেই জার্নিই শেষ।
  • পর্দার 'গোবর দেবী'র তা নিয়ে বেশ মনখারাপ। তার পোস্টেই তা স্পষ্ট।
Advertisement