সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা ধারাবাহিকের জনপ্রিয়তার পর সেই ধারাবাহিক ছোটপর্দায় আসার মতো বিষয় নতুন নয়। এর আগেও বহু বাংলা ধারাবাহিক হিন্দি টেলিভিশনে দর্শকের মন জিতেছে। এবার হিন্দি টেলিভিশনের পর্দায় আসছে বাংল ধারাবাহিক 'মন দরদিয়া'। নতুন সফর শুরু করেছে এই ধারাবাহিক। আর তারপরই বাংলার গণ্ডি পেরিয়ে হিন্দিতে সম্প্রচারিত হবে নতুন এই ধারাবাহিক। হিন্দিতে এই ধারাবাহিকের নাম 'শাহজাদি হে তু দিল কি।'
উল্লেখ্য, নতুন ধারাবাহিক 'মন দরদিয়া'র হাত ধরে বাংলা টেলিভিশনের পর্দায় ফিরেছেন প্রায় দশ বছর পর অভিনেত্রী রণিতা দাশ। তাঁর বিপরীতে রয়েছেন বিশ্বজিৎ ঘোষ, অন্যদিকে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা ফাহিম মির্জা। খল চরিত্রে অভিনয় করছেন তনুকা চট্টোপাধ্যায়। রয়েছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়ও। অন্যদিকে হিন্দি ধারাবাহিকটিতে অভিনয় করবেন মুখ্য চরিত্রে আশিকা পাড়ুকোন ও অঙ্কিত রায়জাদা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে হিন্দি ধারাবাহিকটির ট্রেলার। বাংলা ধারাবাহিকটির সঙ্গে গল্পের হুবহু মিল রয়েছে সেখানে।
তবে এই প্রথম নয় এর আগেও বহু জনপ্রিয় বাংলা ধারাবাহিক হিন্দি টেলিভিশনে দর্শক দেখেছেন। এপ্রসঙ্গে সর্বাগ্রে উঠে আসে 'শ্রীময়ী' ধারাবাহিকের হিন্দি রিমেক 'অনুপমা'র কথা। এছাড়াও 'কথা', 'অনুরাগের ছোঁয়া' ও 'জগদ্ধাত্রী' ধারাবাহিকের হিন্দি রিমেকও পর্দায় দেখেছেন দর্শক, যা বেশ জনপ্রিয়তা পেয়েছে।
