সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক সপ্তাহ ধরেই বাংলা ধারাবাহিকের রেটিং বেশ কমেছে। এই সপ্তাহে হল সেই তুলনায় সামান্য নম্বরের হেরফের। হাতে এল এই সপ্তাহের টিআরপি তালিকা। রদবদল হয়েছে বেশ কিছুটা ফলাফলে। দেখে নিন কোন ধারাবাহিক পেল কত রেটিং।
এই সপ্তাহে ফের প্রথমস্থানে জায়গা করে নিয়েছে 'পরশুরাম', পেয়েছে ৭.১ রেটিং। দ্বিতীয়স্থানে রয়েছে 'রাঙ্গামতি তীরন্দাজ', পেয়েছে ৬.৬ রেটিং। তৃতীয়স্থানে রয়েছে 'পরিণীতা', পেয়েছে ৬.৪ রেটিং। চতুর্থস্থানে রয়েছে একসঙ্গে তিনতিনটে ধারাবাহিক। রয়েছে 'জগদ্ধাত্রী', 'রানি ভবানী' ও 'চিরসখা', পেয়েছে ৬.২ রেটিং। পঞ্চমস্থানে রয়েছে 'চিরদিনই তুমি যে আমার', পেয়েছে ৬.১ রেটিং।
সেরা পাঁচ থেকে ছিটকে গেলেও সেরা দশে জায়গা করে নিয়েছে 'আমাদের দাদামণি', পেয়েছে ৫.৯ রেটিং। সপ্তমস্থানে রয়েছে 'ফুলকি', পেয়েছে ৫.৮ রেটিং, অষ্টমস্থানে রয়েছে 'ও মোর দরদিয়া', পেয়েছে ৫.৭ রেটিং। নবমস্থানে রয়েছে 'জোয়ার ভাঁটা', পেয়েছে ৫.৬ রেটিং। দশমস্থানে রয়েছে 'লক্ষ্মী ঝাঁপি', পেয়েছে ৫.৩ রেটিং। এই সপ্তাহে বেশ কম রেটিং পেয়েছে নীল-মধুমিতার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা', পেয়েছে ২.৭ রেটিং। 'গৃহপ্রবেশ' ও 'আনন্দী' ধারাবাহিকের রেটিংও এই সপ্তাহে বেশ কমে গিয়েছে, পেয়েছে যথাক্রমে ২.৯ ও ২.৭ রেটিং।
যদিও বেশ কিছু সপ্তাহ ধরে বেশ নম্বর কমেছিল 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকের। ইন্দ্রজিৎ-তৃণার অনস্ক্রিন রসায়নের নম্বর কিছুটা কমলেও ফের নিজের পুরনো জায়গা ফিরে পেয়েছে 'পরশুরাম'। পেয়েছে এই সপ্তাহে সেরার শিরোপা।
