shono
Advertisement
Phulki Serial Update

নতুন ধারাবাহিকের জন্যই কি বন্ধ হচ্ছে 'ফুলকি'! কবে শেষ শুটিং?

টিআরপি তালিকায় দীর্ঘদিন ধরে ভালো রেটিং পেয়েছে 'ফুলকি'।
Published By: Arani BhattacharyaPosted: 06:03 PM Nov 26, 2025Updated: 06:26 PM Nov 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিপর্দায় জার্নি শুরুর পর টিআরপি তালিকায় ভালো নম্বর না পাওয়ায় জার্নি শেষ হয়েছে বহু ধারাবাহিকের। এই মুহূর্তে জি বাংলার দু'টি ধারাবাহিক নিয়ে চলছে সেরকমই গুঞ্জন। সেই তালিকায় রয়েছে 'ফুলকি' ও 'জগদ্ধাত্রী' এই দুই ধারাবাহিকের নাম। যদিও 'জগদ্ধাত্রী' যে বন্ধ হচ্ছে না তা জানা গিয়েছে ইতিমধ্যেই। তবে গুঞ্জন 'ফুলকি' ধারাবাহিক নাকি খুব তাড়াতাড়ি শেষ হবে।

Advertisement

টিআরপি তালিকায় দীর্ঘদিন ধরে 'ফুলকি' বেশ ভালো রেটিং পেয়েছে। থেকেছে প্রথম পাঁচের মধ্যেও। কিন্তু এই মুহূর্তে স্টুডিওপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে যে, খুব তাড়াতাড়ি নাকি শেষ হবে 'ফুলকি'র পথচলা। গুঞ্জন যে, আগামী ২৮ ডিসেম্বরই নাকি 'ফুলকি'র শুটিংয়ের শেষ দিন। যদিও এবিষয়ে আনুষ্ঠানিকভাবে চ্যানেলের তরফে কিছুই জানানো হয়নি। প্রায় আটশো পর্বের পথ চলা টেলিপর্দায় 'ফুলকির'। এই দীর্ঘ পথচলায় পাথেয় হয়েছে দর্শকের ভালোবাসা। এই গুঞ্জনের খবর দর্শকের দরবারে পৌঁছতেই মনখারাপ হয়েছে তাঁদেরও।

উল্লেখ্য কিছুদিন আগে নতুন ধারাবাহিক 'বেশ করেছি প্রেম করেছি' নতুন ধারাবাহিকের প্রোমো আসতেই শোনা গিয়েছিল যে 'জগদ্ধাত্রী' ধারাবাহিক বন্ধ হতে চলেছে। আগামী ৮ ডিসেম্বর থেকে জি বাংলার পর্দায় শুরু হবে এই ধারাবাহিকের জার্নি। দেখা যায় না, সেই খবর ভুল। পরবর্তীতে দেখা যায় দীর্ঘদিন ধরে টিআরপি তালিকায় ভালো রেটিং নিয়ে থাকা 'জগদ্ধাত্রী' ধারাবাহিকের স্লট পরিবর্তন হয়েছে, তা বন্ধ হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই মুহূর্তে স্টুডিওপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে যে, খুব তাড়াতাড়ি নাকি শেষ হবে 'ফুলকি'র পথচলা।
  • গুঞ্জন যে, আগামী ২৮ ডিসেম্বরই নাকি 'ফুলকি'র শুটিংয়ের শেষ দিন।
  • যদিও এবিষয়ে আনুষ্ঠানিকভাবে চ্যানেলের তরফে কিছুই জানানো হয়নি।
Advertisement