shono
Advertisement
Sweta-Rubel

বিয়ের পর শ্বেতার প্রথম জন্মদিন, এলাহি আয়োজনে অভিনেত্রী-স্ত্রীর বিশেষ দিন উদযাপন রুবেলের

বিয়ের পর শ্বেতার প্রথম জন্মদিনে জমজমাটভাবে উদযাপন রুবেলের।
Published By: Arani BhattacharyaPosted: 07:36 PM Sep 21, 2025Updated: 09:55 PM Sep 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই অভিনেতা- স্বামী রুবেল দাসের জন্মদিনের জমজমাট সেলিব্রেশনে মেতেছিলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। এবার বিয়ের পর স্ত্রী শ্বেতার প্রথম জন্মদিনে জমজমাটভাবে উদযাপন সারলেন অভিনেতা-স্বামী রুবেল দাস।

Advertisement

রবিবার কেক কেটে, বাঙালি পঞ্চব্যঞ্জন ভোজ কবজি ডুবিয়ে খেয়ে জন্মদিনের সেলিব্রেশনে মাতলেন শ্বেতা। শুধু তাই নয়, রুবেলের সঙ্গে এদিন বিভিন্ন আদুরে ছবি ভাগ করে নিয়েছেন সোশাল মিডিয়ায়। রুবেল, মা -বাবা ছাড়াও ঘনিষ্ঠ আত্মিয়দের সঙ্গে এদিন নিজের জীবনের বিশেষ দিনের উদযাপন সারেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে শ্বেতার জন্মদিনের একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে রুবেল লেখেন, 'জীবনের প্রতিটা মুহূর্তে ভালোবেসে থাকতে চাই | তোমার হাসি, আনন্দ, মজা, রাগ, অভিমান সব অভিব্যক্তিকে ঘিরে বাঁচতে চাই, তোমার সাহস আর মানসিক জোর থেকে শিখতে চাই , আর তোমার প্রতিভা দেখে মুগ্ধ হতে চাই। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমার সুন্দরী বউ। অনেক ভালবাসি তোমাকে । তুমি যেমন তেমনই থেকো, আর খুব খুব ভালো থাকো আমাদের সকলকে নিয়ে।'

চলতি বছরের জানুয়ারি মাসে গাঁটছড়া বাঁধেন টেলিভিশনের জনপ্রিয় দুই অভিনেতা-অভিনেত্রী রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। বিয়ের পর শ্বেতার প্রথম জন্মদিনের আয়োজনে কোনও ত্রুটি রাখেননি রুবেল। 'যমুনা ঢাকি' ধারাবাহিকের সেট থেকেই দানা বেঁধেছিল তাঁদের অফস্ক্রিন রসায়ন। ধীরে ধীরে সেই প্রেম বাড়ে। সংসার সামলানোর পাশাপাশি দু'জনেই ব্যস্ত শুটিং নিয়ে। এই মহালয়ার ভোরে মহিষাসুরমর্দ্দিনীতে দেখা গিয়েছে রুবেল ও শ্বেতা দু'জনকেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবার কেক কেটে, বাঙালি পঞ্চব্যঞ্জন ভোজ কবজি ডুবিয়ে খেয়ে জন্মদিনের সেলিব্রেশনে মাতলেন শ্বেতা।
  • শুধু তাই নয়, রুবেলের সঙ্গে এদিন বিভিন্ন আদুরে ছবি ভাগ করে নিয়েছেন সোশাল মিডিয়ায়।
  • রুবেল, মা -বাবা ছাড়াও ঘনিষ্ঠ আত্মিয়দের সঙ্গে এদিন নিজের জীবনের বিশেষ দিনের উদযাপন সারেন অভিনেত্রী।
Advertisement