shono
Advertisement
Thakurpukur incident

ঠাকুরপুকুর কাণ্ডের জের, 'ভিডিও বৌমা' থেকে ছাঁটাই ঋ-স্যান্ডি সাহা, বদলে গেল পরিচালকও

পরিবর্তে কাদের দেখা যাবে সিরিয়ালে?
Published By: Sandipta BhanjaPosted: 05:59 PM Apr 09, 2025Updated: 06:12 PM Apr 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিআরপি তালিকায় 'ভিডিও বৌমা'র ঝকঝকে মার্কশিট দেখে নৈশপার্টিতে মজেছিলেন পরিচালক ভিক্টো এবং সেই সিরিয়ালের তিন অভিনেতা আরিয়ান ভৌমিক, ঋ এবং স্যান্ডি সাহা। সঙ্গে কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসুও ছিলেন। তবে ভাগ্যের পরিহাস! ঠাকুরপুকুর কাণ্ডের জেরে এবার 'ভিডিও বৌমা' ধারাবাহিক থেকেই বাদ পড়তে হল ঋ এবং স্যান্ডি সাহাকে। ভিক্টো ওরফে সিদ্ধান্ত আাপতত পুলিশি হেফাজতে থাকায় সিরিয়ালের পরিচালকও বদলে ফেলতে হয়েছে।

Advertisement

ইন্ডাস্ট্রির অন্দরমহল সূত্রে খবর, সিদ্ধান্তের বদলে এখন থেকে 'ভিডিও বৌমা' পরিচালনা করবেন রূপক দে। যিনি এর আগে 'ভূমিকন্যা', 'মিঠাই'-এর মতো জনপ্রিয় সব ধারাবাহিক পরিচালনা করেছেন। এদিকে স্যান্ডি সাহা জানিয়েছেন, বুধবারই নির্মাতাদের তরফে তাঁকে ফোন করে জানানো হয়, কাল থেকে আর শুটিং নেই। এপ্রসঙ্গে ইউটিউবারের আক্ষেপ, ঘটনাস্থলে না থাকা সত্ত্বেও তাঁকে সিরিয়াল থেকে বাদ দেওয়া হল। স্যান্ডির সংযোজন, "আমি ওই গাড়িতে ছিলাম না, ঠাকুরপুকুর দুর্ঘটনার পর থেকে এত কটাক্ষ ধেয়ে আসাতেই সম্ভবত আমাকে বাদ দেওয়া হয়েছে।" অন্যদিকে, ঋ-এর পরিবর্তে সম্ভবত দেখা যাবে অভিনেত্রী রিমঝিম মিত্রকে। বহুদিন ধরেই টেলিপর্দার জনপ্রিয় মুখ তিনি।

শনিবার রাতে শহরের এক পানশালায় পার্টিতে মেতেছিলেন সিরিয়ালের পরিচালক ভিক্টো, এক নামী চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা আরিয়ান ভৌমিক, ঋতুপর্ণা সেন, স্যান্ডি সাহারা। পানশালা থেকে ফেরার পথে আরিয়ানের বাড়িতে আড্ডার আসর বসে। সেখান থেকে ফেরার পথেই মদ্যপ পরিচালকের গতির বলি এক ব্যক্তি। জানা যায়, সিদ্ধান্তের গাড়ির ধাক্কায় ছ’জন জখম হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। রবিবার ঠাকুরপুকুরের ভরা বাজারে এহেন দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে নাগরিক হিসেবে তাঁদের নৈতিকবোধ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। সেই রাতের ঘটনায় যদিও সঙ্গী অভিনেতারা নিজেদের অবস্থান ব্যক্ত করেছেন। প্রতিবাদ জানিয়েছিলেন স্যান্ডি সাহা নিজেও। তবে সংশ্লিষ্ট ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সঞ্চার হওয়ায় এবার 'ভিডিও বৌমা' সিরিয়াল থেকে বাদ পড়লেন ঋ ওরফে ঋতুপর্ণা সেন এবং স্যান্ডি সাহা। মুখ্য অভিনেতা আরিয়ান ভৌমিক অবশ্য থাকছেন কিনা, সে বিষয়টি এখনও জানা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সিদ্ধান্তের বদলে এখন থেকে 'ভিডিও বৌমা' পরিচালনা করবেন রূপক দে।
  • ঋ-এর পরিবর্তে দেখা যাবে অভিনেত্রী রিমঝিম মিত্রকে। বহুদিন ধরেই টেলিপর্দার জনপ্রিয় মুখ তিনি।
  • স্যান্ডি সাহা জানিয়েছেন, বুধবারই নির্মাতাদের তরফে তাঁকে ফোন করে জানানো হয়, কাল থেকে আর শুটিং নেই।
Advertisement