সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দায় তিন বছর জার্নির পরও বেশ ভালো ফলাফল জি বাংলার ধারাবাহিক 'জগদ্ধাত্রী'র। শুধু তাই নয় নতুন ধারাবাহিকগুলিকে রীতিমতো টেক্কা দিচ্ছে 'জ্যাস সান্যাল'। এই সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম তিনে জায়গা করে নিয়েছে 'জগদ্ধাত্রী।' তবে প্রথম তিনে থাকলেও এই সপ্তাহে 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিককে রীতিমতো পিছনে ফেলেছে 'পরিণীতা'। তবে এই সপ্তাহে রেটিং কমেছে সব ধারাবাহিকেরই।
এই সপ্তাহে প্রথমস্থানে রয়েছে 'পরিণীতা', এই সপ্তাহে প্রাপ্ত রেটিং ৬.৮। দ্বিতীয়স্থানে রয়েছে পরশুরাম আজকের নায়ক', প্রাপ্ত রেটিং- ৬.৬। তৃতীয়স্থানে রয়েছে যথাক্রমে 'জগদ্ধাত্রী' ও রাঙ্গামতী তীরন্দাজ। দুই ধারাবাহিকের প্রাপ্ত রেটিং এই সপ্তাহে ৬.৪। চতুর্থস্থানে রয়েছে 'চিরদিনই তুমি যে আমার', প্রাপ্ত রেটিং ৬.২। পঞ্চমস্থানে জায়গা করে নিয়েছে একসঙ্গে দু'টি ধারাবাহিক 'ফুলকি' ও 'আমাদের দাদামণি', প্রাপ্ত রেটিং ৬.১।
অন্যদিকে, ষষ্ঠস্থানে রয়েছে যথাক্রমে 'ও মোর দরদিয়া' ও 'রাজরাজেশ্বরী রানি ভবানী', এই দুই ধারাবাহিক এই সপ্তাহে পেয়েছে ৫.৮। সপ্তমস্থানে রয়েছে চিরসখা, নতুন টুইস্ট এসেছে এই সিরিয়ালের গল্পে। নতুনের সঙ্গে কমলিনীর চারহাত এক হতেই পরিবারে নতুন সমস্যা শুরু হয়েছে। এই সপ্তাহে এই ধারাবাহিক পেয়েছে ৫.৫। অষ্টমস্থানে রয়েছে যথাক্রমে 'জোয়ার ভাঁটা' ও 'লক্ষ্মী ঝাঁপি', এই সপ্তাহে এই দুই ধারাবাহিকের প্রাপ্ত রেটিং ৫.৪। নবমস্থানে রয়েছে 'তুই আমার হিরো', প্রাপ্ত রেটিং ৫.১ ও দশমস্থানে রয়েছে 'কনে দেখা আলো', এই সপ্তাহে পেয়েছে ৪.৯ রেটিং। সার্বিকভাবে এই সপ্তাহে ধারাবাহিকের প্রাপ্ত নম্বর কমেছে তা বলাই বাহুল্য। তবে সেসবের মধ্যেও 'জগদ্ধাত্রী' যেভাবে নিজের জায়গা ধরে রেখেছে সেকথাও বলতে হয়। তবে ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি নাকি শেষ হবে এই ধারাবাহিকের জার্নি। যদিও প্রযোজনা সংস্থার তরফে এ বিষয়ে সিলমোহর দেওয়া হয়নি।
