সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে 'পুরনো চাল ভাতে বাড়ে', সপ্তাহে টিআরপি তালিকা সামনে আসতেই তা যেন হাতেনাতে প্রমাণ হয়ে গেল। কেন এমনটা বলা হচ্ছে? কারণ এই সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করেছে জি বাংলার সবথেকে পুরনো ধারাবাহিক 'জগদ্ধাত্রী'। শুধু তাই নয়, একে লক্ষ্মীবার তার উপর আবার জগদ্ধাত্রী পুজোর নবমী। আর সেই দিনেই এই সপ্তাহের টিআরপি তালিকায় 'জগদ্ধাত্রী'র এমন বাজিমাত দেখে বলতেই হয় এ যেন এক অদ্ভুত সমাপতন।
এই সপ্তাহে টিআরপি টপার 'জগদ্ধাত্রী' ধারাবাহিকের নম্বর কমলেও বজায় থেকেছে জনপ্রিয়তা। এই সপ্তাহে 'জগদ্ধাত্রী'র প্রাপ্ত রেটিং ৬.১। দ্বিতীয়স্থানে রয়েছে যৌথভাবে 'চিরদিনই তুমি যে আমার' ও 'পরশুরাম আজকের নায়ক', পেয়েছে ৫.৯ রেটিং। তৃতীয়স্থানে রয়েছে 'ফুলকি', পেয়েছে ৫.৬ রেটিং। চতুর্থস্থানে রয়েছে যথাক্রমে দু'টি ধারাবাহিক। একটি 'আমাদের দাদামণি' ও 'রাঙ্গামতী তীরন্দাজ', পেয়েছে ৫.৫ রেটিং। পঞ্চমস্থানে রয়েছে 'রাজরাজেশ্বরী রানি ভবানী', পেয়েছে ৫.২ রেটিং।
সেরা পাঁচ থেকে ছিটকে গিয়ে ষষ্ঠস্থানে রয়েছে তিনটি ধারাবাহিক। রয়েছে 'চিরসখা', 'ও মোর দরদিয়া' ও 'লক্ষ্মী ঝাঁপি', যা পেয়েছে ৪.৯ রেটিং। সপ্তম স্থানে রয়েছে 'জোয়ার ভাঁটা', পেয়েছে ৪.৮ রেটিং। অষ্টমস্থানে রয়েছে 'তুই আমার হিরো', পেয়েছে ৪.৬ রেটিং। নবমস্থানে রয়েছে 'অনুরাগের ছোঁয়া' ও 'গৃহপ্রবেশ', পেয়েছে ৪.১ রেটিং। দশমস্থানে রয়েছে দু'টি ধারাবাহিক 'কুসুম' ও 'কম্পাস', পেয়েছে ৩.৯ রেটিং।
