সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো ৫০০ ও ১০০০ টাকা নোট বাতিলে মহা সমস্যায় পড়েছে লস্কর-ই-তৈবার মতো পাক জঙ্গি সংগঠনগুলি৷ কাশ্মীর পুলিশ সূত্রে খবর, নোট বাতিলের তিন সপ্তাহের মধ্যেই নাভিশ্বাস চরমে উঠেছে জঙ্গিদের৷ মোবাইল ফোন, সিম কার্ড-সহ নাশকতার জন্য দরকারি কোনও জিনিসই কিনতে পারছে না জঙ্গিরা৷
টাকার জন্য জঙ্গিরা যে কতটা মরিয়া, সেটা ২১ নভেম্বর জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কের মালপোরা শাখা লুঠের ঘটনা থেকেই স্পষ্ট, বলছে পুলিশ৷ পুলওয়ামায় গা ঢাকা দিয়ে থাকা লস্কর জঙ্গি আরিফ দারের নেতৃত্বে আবু আলি ও আবু ইসমাইলের মতো পাক জঙ্গিরা প্রায় ১৪ লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে লুঠ করে পালায়৷ পুলওয়ামার এসপি মহম্মদ রায়িদ ভাট একটি সর্বভারতীয় সংবাদপত্রকে বলেছেন, “জঙ্গিদের টাকার জোগানে যে কতটা টান পড়েছে সেটা এই ঘটনা থেকেই স্পষ্ট৷ নতুন নোটের জন্য হন্যে হয়ে ঘুরছে জঙ্গিরা৷” জঙ্গিদের লাইফলাইন কেটে দিয়েছে কেন্দ্র, মত পুলিশের৷
(ডিজিটাল লেনদেন হলেই এগোবে ভারত: মোদি)
ওই ঘটনার পর পুলিশি অভিযানে লস্কর জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল পাঁচ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়৷ তাদের কাছ থেকে তিন লক্ষ টাকার নতুন নোট উদ্ধার হয়েছে, বাকি ১১ লক্ষ টাকারও খোঁজ জারি রয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ পুলিশের একটি সূত্র জানাচ্ছে, উপত্যকার জঙ্গিরা প্রতি মাসে অত্যাধুনিক মোবাইল ফোন ও সিম কার্ড কিনতে প্রচুর টাকা খরচ করে৷ জঙ্গিনেতারা ধরা পড়ার ভয়ে মাসে অন্তত দু’বার করে ফোন, সিম কার্ড বদলায়৷ ইন্টারনেট ও হ্যান্ডসেটের পিছনে এক একজন স্থানীয় জঙ্গি নেতার মাসে ১০ হাজার টাকা করে খরচ হয়৷ সেই হিসেবে, ১০০ জন সক্রিয় জঙ্গির জন্য দরকার প্রতি মাসে অন্তত ১০ লক্ষ টাকা৷ সেই টাকা জোগাড় করতে এখন জঙ্গিদের রাতের ঘুম উড়ে যাচ্ছে, জানিয়েছেন জঙ্গিদমন অভিযানে যুক্ত শ্রীনগরের এক পুলিশ কর্তা৷ এছাড়াও ক্যুরিয়ার, গাড়ির জ্বালানি, অস্ত্র বহনের খরচের জন্য হ্যান্ডলারকে যে টাকা দিতে হয়- সেই টাকা এখন জঙ্গিদের কাছে নেই৷ ফলে লস্করের মতো জঙ্গিদের হামলা করার ক্ষমতাও এখন কার্যত শূন্য৷
(দেশের প্রথম ‘ক্যাশলেস রাজ্য’ হতে চলেছে গোয়া)
The post নতুন নোটের জন্য হন্যে হয়ে ঘুরছে লস্কর জঙ্গিরা appeared first on Sangbad Pratidin.