shono
Advertisement

Breaking News

ফের উত্তপ্ত উপত্যকা, সেনার গুলিতে নিকেশ জঙ্গি

উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র। The post ফের উত্তপ্ত উপত্যকা, সেনার গুলিতে নিকেশ জঙ্গি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:01 AM Sep 08, 2018Updated: 09:01 AM Sep 08, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও উত্তপ্ত উপত্যকা৷ জম্মু-কাশ্মীরে চলল গুলি৷ শুক্রবার গভীর রাত থেকেই শুরু হয় জঙ্গি ও পুলিশ গুলির লড়াই৷ গুলির লড়াইয়ে এক জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা৷

Advertisement

 

[সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে ফের উত্তপ্ত কাশ্মীর, শহিদ এক জওয়ান]

জম্মু-কাশ্মীরের অনন্তনাগের আচালবালে জঙ্গিরা ঘাঁটি তৈরি করেছে বলে খবর পায় সেনাবাহিনী৷ গোপন খবরের ভিত্তিতে ওই এলাকায় হানা দেন সেনা আধিকারিকরা৷ এদিকে, এলাকায় সেনার তল্লাশি অভিযানে বাধা দিতে তৎপর হয়ে ওঠে জঙ্গিরা৷ সেনাকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে৷ পালটা জবাব দেয় ভারতীয় সেনাও৷ শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই৷ দুপক্ষের গুলির লড়াইয়ে নিকেশ হয় এক জঙ্গি৷ তবে তার নাম এখনও পাওয়া যায়নি৷ কোন সন্ত্রাসবাদী দলের সঙ্গে সে যুক্ত ছিল, তা এখনও কিছুই জানা যায়নি৷ নিকেশ হওয়া ওই জঙ্গির কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে৷  এদিকে, সেনা ও জঙ্গির গুলির লড়াই চলাকালীন এক পুলিশ আধিকারিক জখম হন৷ তাঁর অবস্থাও যথেষ্ট আশঙ্কাজনক৷

[ধারা ৩৫এ-র পক্ষে সওয়াল, জম্মু-কাশ্মীরের পুরভোট বয়কট এসপি-পিডিপির]

এর আগে, গত রবিবার সকালেও জম্মু-কাশ্মীর বান্দিপোরায় আত্মগোপন করে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করে সেনা৷ তল্লাশি অভিযান চলাকালীন সেনাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে জঙ্গিরা৷ পালটা জবাব দেয় ভারতীয় সেনা৷ তাতে শহিদ হন এক সেনা জওয়ান৷ এরপর ওই এলাকায় বাড়ি বাড়ি ঢুকে চলে চিরুনি তল্লাশি৷ এই তল্লাশিতেই উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র ও কার্তুজ৷  

The post ফের উত্তপ্ত উপত্যকা, সেনার গুলিতে নিকেশ জঙ্গি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement