সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছজন জঙ্গিকে নিকেশের পর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই আবারও উত্তপ্ত উপত্যকা৷ প্রাক্তন এক পুলিশকর্মীকে অপহরণ করে খুন করল জঙ্গিরা৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত সোপিয়ান৷
নিহত বাসারাত আহমেদ ওয়াঘা৷ তিনি জম্মু-কাশ্মীরের প্রাক্তন পুলিশ আধিকারিক ছিলেন৷ সোপিয়ানে কর্তব্যরত ছিলেন বাসারাত৷ শুক্রবার বেশ কয়েকজন জঙ্গি তাঁর বাড়ির কাছে আসে৷ রেবান গ্রাম থেকে জোর করে অপহরণ করে নিয়ে যায় তাঁকে৷ বাসারাতের সঙ্গে থাকা জাহিদ আহমেদ ওয়াগায় এবং রেয়াজ আহমেদ ওয়াগায় নামে দুজনকেও অপহরণ করে জঙ্গিরা৷ প্রত্যেকের মুখ কালো কাপড়ে ঢাকা থাকায় জঙ্গিদের কাউকেই চিহ্নিত করা সম্ভব হয়নি৷
[কাশ্মীরে বড় সাফল্য সেনার, জওয়ানদের গুলিতে খতম ৬ জঙ্গি]
অপহরণের খবর ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে৷ খবর দেওয়া হয় পুলিশে৷ শুরু হয় ওই তিন অপহৃতের খোঁজে তল্লাশি৷ অপহরণের কয়েকঘণ্টা পর জাহিদ এবং রেয়াজ বাড়ি ফিরে আসেন৷ তবে খোঁজ মেলেনি ওই প্রাক্তন পুলিশ আধিকারিকের৷ পুলিশ সূত্রে খবর, পুলওয়ামায় নিকলুরা গ্রাম থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়৷ পরিজনেরা ওই পুলিশ কর্মীর দেহ শনাক্ত করেন৷ এরপরই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়৷ পুলিশের দাবি, নির্মম অত্যাচারের পর খুন করা হয়েছে ওই প্রাক্তন পুলিশ আধিকারিককে৷ এই ঘটনার সঙ্গে পাকিস্তানি জঙ্গি সংগঠন আই এস যুক্ত বলেই দাবি জম্মু-কাশ্মীর পুলিশের৷
[শিক্ষকরা ধর্মঘটে যেতেই স্কুলের দায়িত্ব নিলেন জওয়ানরা]
এর আগেও একাধিক পুলিশ আধিকারিককে টার্গেট করেছে জঙ্গিরা৷ বারবারই বাড়ি থেকে অপহরণ করে পুলিশ আধিকারিককে নৃশংসভাবে খুন করা হয়েছে৷ জঙ্গিদের নিশানায় রয়েছে যুব সম্প্রদায়ও৷ ইতিমধ্যেই বেশ কয়েকজন যুবক এবং একাদশ শ্রেণির এক ছাত্রকে অপহরণ করে খুনের ঘটনায় নাম জড়িয়েছে জঙ্গি সংগঠনের৷ যদিও কোনও জঙ্গি সংগঠনই এখনও ঘটনার দায় স্বীকার করেনি৷
The post কাশ্মীরে ফের নৃশংসতা, পুলিশ আধিকারিককে অপহরণ করে খুন জঙ্গিদের appeared first on Sangbad Pratidin.