সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ বছর পর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জম্মু ও কাশ্মীর। এরই মাঝে জঙ্গি হামলায় ফের রক্তাক্ত উপত্যকা। সোমবার সকালে জঙ্গি হামলা চলল জম্মুর সুঞ্জওয়ান সেনা ঘাঁটিতে। অতর্কিত এই হামলায় আহত হয়েছেন এক সেনা জওয়ান। হামলার পরই অ্যালার্ট মোডে চলে আসে সেনা। গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
সেনা সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ১০.৫০ নাগাদ জম্মুর সুঞ্জওয়ানে ৩৬ ব্রিগেড পরিচালিত সেনাঘাঁটির সামনে হঠাৎ গুলির আওয়াজ শোনা যায়। সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠেন জওয়ানরা। পালটা হামলা শুরু হতেই এলাকা ছেড়ে পালায় জঙ্গি দলটি। এই হামলায় এক জওয়ান আহত হয়েছে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি সেনা ঘাঁটির কাছে যান চলাচল বন্ধ করে এলাকাজুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। নির্বাচনের প্রাক্কালে এহেন জঙ্গি হামলায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে উপত্যকায়।
[আরও পড়ুন: রাশিয়াকে প্রত্যাঘাত ইউক্রেনের! কিয়েভের ১৫৮ ড্রোন ধ্বংসের দাবি মস্কোর]
গত কয়েকমাসে লাগামছাড়া আকার নিয়েছে উপত্যকার হিংসা। শোনা যাচ্ছে, জম্মু ও কাশ্মীরে বড় কোনও পরিকল্পনা করছে পাকিস্তানের আইএসআই। জম্মুর বিভিন্ন জায়গায় একাধিক জঙ্গি গা ঢাকা দিয়েছে গোয়েন্দাদের তরফে দাবি করা হয়েছে। অতর্কিতে সেনার উপর হামলা চালাচ্ছে তারা। গত কয়েকমাসে উপত্যকার নানা প্রান্তে জঙ্গি হামলায় শহিদ হয়েছেন বহু জওয়ান। পালটা হামলায় জঙ্গি মৃত্যুর তালিকাও নেহাত কম নয়। গত বৃহস্পতিবার উপত্যকায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩ জঙ্গিকে খতম করেছিল নিরাপত্তা বাহিনী। রুখে দিয়েছিল অনুপ্রবেশের চেষ্টাও।
[আরও পড়ুন: অসমে তৃণমূল ছাড়লেন রিপুন-সহ একঝাঁক নেতা, প্রশ্ন তুললেন দলের গ্রহণযোগ্যতা নিয়ে]
এদিকে দীর্ঘ ১০ বছর পর আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচন। তিন দফায় এই নির্বাচন হবে ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। ৪ অক্টোবর হবে ফল ঘোষণা। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এহেন জঙ্গি হামলায় স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ছে।