shono
Advertisement

ফের ভারতীয় সেনা ছাউনিতে হামলা, খতম ২ জঙ্গি

দুই জঙ্গিকে খতম করা গিয়েছে বলে খবর। The post ফের ভারতীয় সেনা ছাউনিতে হামলা, খতম ২ জঙ্গি appeared first on Sangbad Pratidin.
Posted: 03:12 PM Oct 06, 2016Updated: 12:02 PM Oct 06, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোর রাতে ভারতীয় সেনা ছাউনিতে ফের হামলার চেষ্টা চালাল জঙ্গিরা। বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার লাঙ্গাতের রাষ্ট্রীয় রাইফেলসের সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা আক্রমণ করে ভারতীয় সেনাও। প্রায় আধ ঘণ্টা ধরে গুলির লড়াই চলে। সেনাবাহিনীর কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

Advertisement

এলওসি পেরিয়ে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই নড়েচড়ে বসেছে পাকিস্তান। পাল্টা হামলার আশঙ্কায় দেশজুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। এদিন ভোরে জঙ্গি হামলা তাই বড়সড় রূপ নিতে পারেনি। গোটা এলাকার তল্লাশি চালাচ্ছে সেনা জওয়ান। এক সেনা আধিকারিক জানান, সকাল সাড়ে ৬টা নাগাদ ফের হান্দওয়াড়ার সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। দুই জঙ্গিকে খতম করা গিয়েছে বলে খবর। অপারেশন জারি রয়েছে বলে খবর। পরে আরও জঙ্গি নিহত হয়েছে বলে জানা যায়।

দিন তিনেক আগে বারামুলায় বিএসএফ ও রাষ্ট্রীয় রাইফেলসের ছাউনিতেও হামলা চালায় জঙ্গিরা। যাতে শহিদ হন এক বিএসএফ জওয়ান।

The post ফের ভারতীয় সেনা ছাউনিতে হামলা, খতম ২ জঙ্গি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement