shono
Advertisement
Amit Shah

'ওরা জঙ্গিদের হিরো বানাত, আমরা পুঁতে দিই', রাজ্যসভায় গর্জন শাহর

৩৭০ ধারার অবলুপ্তির পর জঙ্গিরা প্রায় অদৃশ্যই হয়ে গিয়েছে উপত্যকা থেকে, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর।
Published By: Biswadip DeyPosted: 06:21 PM Mar 21, 2025Updated: 06:21 PM Mar 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারার অবলুপ্তির পর সেখান থেকে কার্যতই অদৃশ্য জঙ্গিরা। রাজ্যসভায় এমনই দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁকে বলতে শোনা গেল, ''দশ বছর আগে জঙ্গিদের শবযাত্রা বেরোত আকছার। আজ ওদের ঘটনাস্থলেই কবর দিয়ে দেওয়া হয়।''

Advertisement

শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রকের কার্যাবলী নিয়ে আলোচনা হচ্ছিল রাজ্যসভায়। তখনই অমিত শাহর মুখে উঠে আসে কাশ্মীরের জঙ্গি প্রসঙ্গ। তিনি বলেন, ''বছর দশেক আগে জঙ্গিদের শবযাত্রা খুবই সাধারণ একটা ব্যাপার ছিল। লোকেরা ওদের মহিমান্বিত করত। কিন্তু আজ জঙ্গিদের খতম করা হলে সেখানেই পুঁতে দেওয়া হয়। ওদের আত্মীয়স্বজনরা, যাঁরা একদা সরকারি চাকরি পেতেন, তাঁদের একধাক্কায় সেই সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কড়া বার্তা দিতে।''

জম্মু ও কাশ্মীরের জঙ্গি কার্যকলাপের প্রসঙ্গ তুলে শাহর দাবি, মোদি সরকারের আমলে ইউপিএ সরকারের তুলনায় সন্ত্রাসবাদ অনেকটাই হ্রাস পেয়েছে। তিনি বলেন, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৭২১৭টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। অথচ ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত জঙ্গি হামলার সংখ্যা মাত্র ২২৪২। পাশাপাশি তাঁর দাবি জঙ্গি হামলায় মৃত্যুর ঘটনা ৭০ শতাংশ কমেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর পরিষ্কার দাবি, জঙ্গি দমনে কেন্দ্র 'জিরো টলারেন্স' নীতি নিয়ে চলছে।

আর সেই প্রসঙ্গে ইউপিএ সরকারকেও কাঠগড়ায় তুলতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, সেই আমলে জঙ্গি হামলা হলে কোনও কড়া পদক্ষেপই করা হত না। সময়ের নিয়মে মানুষ ভুলেও যেত। কিন্তু মোদি সরকারের আমলে পরিস্থিতি বদলেছে। আর তাই উড়ি ও পুলওয়ামা হামলার মতো ঘটনার পরই সার্জিক্যাল ও এয়ারস্ট্রাইক করা হয় পাক মুলুকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারার অবলুপ্তির পর সেখান থেকে কার্যতই অদৃশ্য জঙ্গিরা।
  • রাজ্যসভায় এমনই দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  • তাঁকে বলতে শোনা গেল, ''দশ বছর আগে জঙ্গিদের শবযাত্রা বেরোত আকছার। আজ ওদের ঘটনাস্থলেই কবর দিয়ে দেওয়া হয়।''
Advertisement