বিধান নস্কর, বিধাননগর: ফের নিয়োগের দাবিতে রাজপথে চাকরিপ্রার্থীরা। এবার বিকাশ ভবনের কাছে বিক্ষোভ দেখালেন ২০২২ সালের টেট (2022 Primary TET) উত্তীর্ণরা। অবিলম্বে প্য়ানেল প্রকাশ, ইন্টারভিউয়ের দাবিতে সরব হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যায় পুলিশ। সবমিলিয়ে বিকাশ ভবনের কাছে সল্টলেকের করুণাময়ী এলাকায় ধুন্ধুমার বেঁধে যায়। বহু বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
সোমবার সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন, বিকাশ ভবনের সামনে জমায়েত করেন ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান। দাবি, “বিহার নিয়োগে টপ, আমাদের রাজ্য কেন ফ্লপ?” হাতের প্ল্যাকার্ডে লেখা,”পাশের রাজ্য়ে নিয়োগ হচ্ছে। আমাদের নিয়োগ কবে?” আইনি জটিলতা না থাকা সত্ত্বেও কেন নিয়োগ হচ্ছে না, সেই প্রশ্ন তুলেই চলসি মাসের শুরু থেকে পথে নেমেছেন এই চাকরিপ্রার্থীরা। এদিন সকালে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের সামনে জমায়েত করেন চাকরিপ্রার্থীরা। বিকাশ ভবন যাওয়ার আগেই তাঁদের আটকে দেওয়া হয়। বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যায় পুলিশ। ভ্যানে ভরে আন্দোলনকারীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশি ধরপাকড়ের বিরুদ্ধেও সরব হয়েছেন চাকরিপ্রার্থীরা।
[আরও পড়ুন: ভারতের বিরাট কূটনৈতিক জয়, মুক্তি পেলেন কাতারে বন্দি ৮ প্রাক্তন নৌসেনা কর্তা]
প্রসঙ্গত, ২০১৭ সালের পর ২০২২ সালে প্রথম টেট হয়। প্রায় ৫ বছর পর ফের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয় রাজ্যে। কিন্তু টেট উত্তীর্ণরা এখনও ইন্টারভিউয়ের ডাক পাননি। এদিকে ২০২৩ সালের টেট হয়ে গিয়েছে ইতিমধ্যে। সেই পরীক্ষার পরই ২০২২ সালের চাকরিপ্রার্থীরা ইন্টারভিউ চেয়ে সরব হন। এ মাসের শুরুতেই ধরনায় বসেছিলেন তিনি। নবান্ন, কালীঘাট অভিযান করেছেন। এবার বিকাশ ভবন অভিযানে পথে নামলেন ২৩ জেলার হবু শিক্ষক-শিক্ষিকারা।