shono
Advertisement

ডিসেম্বরেই রাজ্যে ফের প্রাথমিক টেট, দিনক্ষণ ঘোষণা করল পর্ষদ

এবারে আর বিএডদের টেট পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না।
Posted: 04:49 PM Sep 13, 2023Updated: 04:52 PM Sep 13, 2023

দীপালি সেন: এক বছরের ব্যবধানে ফের প্রাথমিক টেট পরীক্ষা নিতে চলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী ১০ ডিসেম্বর ফের টেট পরীক্ষা নিতে চলেছে পর্ষদ। বুধবারই বিজ্ঞপ্তি জারি হচ্ছে। বৃহস্পতিবার সন্ধে সাতটা থেকেই শুরু হয়ে যাবে ফর্ম ফিল আপের প্রক্রিয়া।

Advertisement

NCTE গাইডলাইন অনুসারে, প্রত্যেক বছর একবার করে প্রাথমিকের টেট (Primary TET) নিতে হবে। শেষবার ২০২২ সালের ডিসেম্বর মাসে টেট পরীক্ষা হয়েছিল। তাতে কয়েক লক্ষ পরীক্ষার্থী অংশ নেন। প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী সেই টেটে উত্তীর্ণও হয়েছেন। তবে, সেই নিয়োগ প্রক্রিয়াও পড়েছে আইনি জটিলতায়। ২০২২ টেটের নিয়োগ প্রক্রিয়া এখনও এগোয়নি। এরই মধ্যে ফের টেট পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে পর্ষদ।

[আরও পড়ুন: টেমসের মতো গঙ্গার পাড় সাজাবে রাজ্য, জলে নামবে দূষণহীন আধুনিক জলযান]

বুধবার পর্ষদ জানিয়েছে, আগামী ১০ ডিসেম্বর টেট পরীক্ষা হবে। দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত পরীক্ষা হবে। আগের বারের মতোই ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে আগেরবারের ‘সফল মডেল’কে এবারও কাজে লাগাতে চাইছে পর্ষদ। টেটের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে বৃহস্পতিবার থেকেই। বৃহস্পতিবার সন্ধে ৭টার পর পর্ষদের ওয়েবসাইটেই মিলবে ফর্ম।

[আরও পড়ুন: ভারতের কাছে শ্রীলঙ্কার হারের পরই গ্যালারিতে সমর্থকদের হাতাহাতি! ভিডিও ভাইরাল]

পর্ষদ আইনি জটিলতা এড়িয়ে নিয়োগ করতে চায়। সেই মতোই টেট পরীক্ষা নেওয়া হবে। যদিও তাতে আইনি জটিলতা আছে। শেষবার প্রাথমিক টেট পরীক্ষা যখন হয়, তখন পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিলেন বিএড পাশরাও। কিন্তু তারপর সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ, বিএড পাশরা আর টেট পরীক্ষা দিতে পারবেন না। তাই এবারে আর বিএডদের টেট পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। শুধুমাত্র ডিএলএড-সহ প্রাথমিক শিক্ষকতার জন্য প্রশিক্ষণপ্রাপ্তরা এবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement