shono
Advertisement

‘অভিযোগ করেছিলাম, তাই অভিযুক্ত হলাম’, আদালতে পেশের আগেও মুখ খুললেন তাপস

রবিবার নিজাম প্যালেসে জেরার পর সিবিআই তাপসকে গ্রেপ্তার করে।
Posted: 11:04 AM Feb 20, 2023Updated: 02:15 PM Feb 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেপ্তারির পরেও হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে আরও একবার বোমা ফাটালেন তাপস মণ্ডল। সোমবার আলিপুর বিশেষ সিবিআই আদালতের সামনে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করেন। অভিযোগ করায় অভিযুক্ত হয়ে গিয়েছেন বলেই মত তাঁর।

Advertisement

রবিবার নিজাম প্যালেসে ডেকে জেরা করা হয় তাপস মণ্ডলকে। তথ্য গোপনের অভিযোগে তারপরই গ্রেপ্তার হন তিনি। সঙ্গে নীলাদ্রি মণ্ডল নামে আরও এক এজেন্টকেও গ্রেপ্তার করে সিবিআই। রাতভর নিজাম প্যালেসেই রাখা হয় দু’জনকে। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ নিজাম প্যালেস থেকে বের করা হয় তাদের। নিয়ে যাওয়া আলিপুর বিশেষ সিবিআই আদালতে।

[আরও পড়ুন: মতুয়াদের নাম সংকীর্তন, প্রসাদ বিলির সময় পুলিশের গাড়ির দৌরাত্ম্য, জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ]

আদালতে পেশের ঠিক আগের মুহূর্তে আরও একবার মুখ খুললেন তাপস। তিনি বলেন, “টাকা আমি নিইনি। কুন্তল নিয়েছিল। ৫০ লক্ষ নয়। ১৯ কোটি টাকা নিয়েছিল। ওর থেকে টাকা ফেরতের দাবি জানিয়েছিলাম। অভিযোগ করেছিলাম। তাই আজ অভিযুক্ত।” এর আগে রবিবার গ্রেপ্তারির ঠিক পরেই প্রথম প্রতিক্রিয়া দিয়েছিলেন নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের জালে ধরা পড়া মানিক ঘনিষ্ঠ তাপস। নিজেকে নির্দোষ বলেই দাবি করেছিলেন। তদন্তের সহযোগিতার পরেও কেন গ্রেপ্তার করা হল, তা বুঝতে পারছেন না বলেও জানান।

প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য গ্রেপ্তারির পর সামনে আসে তাপস মণ্ডলের নাম। সম্প্রতি হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ গ্রেপ্তারির পর যেন আরও প্রাসঙ্গিক হয়ে ওঠেন তাপস। কারণ, কুন্তলের মুখে বারবার শোনা যায় তাঁর নাম। আবার তাপসকে জেরা করে সামনে আসে নীলাদ্রি ঘোষের কথা। নিয়োগ দুর্নীতির সঙ্গে কীভাবে যুক্ত তাপস, নীলাদ্রি, কুন্তল – তা জানতে তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরার চিন্তাভাবনায় সিবিআই। সোমবার তিনজনকেই আদালতে পেশ করা হবে। আদালতে কী হয়, সেটাই এখন দেখার।  

[আরও পড়ুন: ‘ভারতের ভাল হোক’, ‘অপারেশন দোস্ত’-এর জন্য ভারতকে দু’হাত ভরে আশীর্বাদ তুরস্কবাসীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement