shono
Advertisement

দলিতকে বিয়ের পর প্রাণনাশের হুমকি, পুলিশকে পাশে পেয়ে স্বস্তিতে বিজেপি বিধায়কের মেয়ে

দলিতকে বিয়ে করায় বাবার বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তোলেন তাঁর মেয়ে৷ The post দলিতকে বিয়ের পর প্রাণনাশের হুমকি, পুলিশকে পাশে পেয়ে স্বস্তিতে বিজেপি বিধায়কের মেয়ে appeared first on Sangbad Pratidin.
Posted: 05:00 PM Jul 13, 2019Updated: 05:00 PM Jul 13, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘‘সংবাদমাধ্যমে সরাসরি বাবার বিরুদ্ধে অভিযোগ জানানোর পর পুলিশের থেকে সাহায্য পেয়েছি৷ নিরাপদ মনে হচ্ছে৷’’ মন্তব্য উত্তরপ্রদেশের বরেলির বিজেপি বিধায়ক রাজেশ মিশ্রের মেয়ে সাক্ষীর৷ দলিতকে বিয়ে করায় বাবা প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন তিনি৷ বাধ্য হয়ে বাবার বিরুদ্ধে এলাহাবাদ হাই কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন সাক্ষী৷ তবে নানা টানাপোড়েনের পর নিরাপত্তা পেয়ে বেজায় খুশি নবদম্পতি৷

Advertisement

[ আরও পড়ুন: দিল্লিতে রাবার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৩]

দাদার বন্ধুর সঙ্গে মন দেওয়া নেওয়া হয়েছিল আগেই৷ তবে দলিত হওয়ায় বিয়েতে আপত্তি ছিল পরিবারের৷ বাড়ির অমতে গিয়ে গত বৃহস্পতিবার অজিতেশ নামে ওই যুবককে এক মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেন বিজেপি বিধায়কের মেয়ে সাক্ষী৷ তারপর থেকেই বিজেপি বিধায়ক বাবা, মেয়ে এবং জামাইকে খুনের হুমকি দিচ্ছেন বলেই অভিযোগ করেন তরুণী৷ এই পরিস্থিতিতে পুলিশি নিরাপত্তার আরজি জানান সাক্ষী৷ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন৷ বিদ্যুতের গতিতে ওই ভিডিও ভাইরাল হয়ে যায়৷ বর্তমানে যুগে দাঁড়িয়েও শুধুমাত্র জাত নিয়ে মতভেদের জেরে কীভাবে বিধায়ক এমন হুমকি দিতে পারেন, সেই প্রশ্নে সরব হয়ে ওঠেন বিরোধীরা৷

তবে বিধায়কের বিরুদ্ধে সরব হওয়ায় পুলিশকে পাশে পাননি বলে অভিযোগ করেন সাক্ষী৷ তাই বাধ্য হয়ে নিরাপত্তার দাবিতে এলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হন৷ তারই মাঝে একটি সংবাদমাধ্যমের লাইভ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাক্ষী৷ সেখানে কাঁপা কাঁপা গলায় বাবার বিরুদ্ধে সরব হন তিনি৷ অভিমানী মেয়ে বাবাকে ভাবনা বদলানোর পরামর্শ দেন৷ ভেজা চোখে কাঁপা গলায় সাক্ষী বলেন, ‘‘আমার অনেক স্বপ্ন রয়েছে৷ আমি আরও পড়তে চাই৷ আমি আমার বাবাকে তাঁর সঙ্গে কাজ করতে দেওয়ার অনুরোধ জানিয়েছিলাম৷ কিন্তু বাবা সুযোগ দেননি৷ ব্যাপারটা গুরুত্ব দিয়েও দেখেননি৷’’

[ আরও পড়ুন: মুণ্ডচ্ছেদের পর বালি খুঁড়ে চাপা, লাতেহারে ধৃত নাবালক-নাবালিকাকে খুনে অভিযুক্ত]

আতঙ্কের ছাপ যেন তখন চোখে মুখে স্পষ্ট সাক্ষীর৷ তবে শুক্রবার অনেকটাই স্বস্তিতে বিজেপি বিধায়কের মেয়ে৷ তিনি বলেন, ‘‘পুলিশের থেকে প্রথমে কোনও সাহায্যই পাইনি৷ তবে সংবাদমাধ্যমের লাইভ শো-য় অভিযোগ করার পর পুলিশ আমাকে নিরাপত্তা দিয়েছে৷ এখন নিজেকে চিন্তামুক্ত মনে হচ্ছে৷’’ যদিও মেয়ের তোলা অভিযোগ বারবারই অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক৷ নিজের অবস্থানে এখনও অনড় তিনি৷

The post দলিতকে বিয়ের পর প্রাণনাশের হুমকি, পুলিশকে পাশে পেয়ে স্বস্তিতে বিজেপি বিধায়কের মেয়ে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement