shono
Advertisement

Breaking News

কোপায় অঘটন, উরুগুয়েকে ৩ গোল মেক্সিকোর

সুয়ারেজকে ছাড়া উরুগুয়ে কতটা দুর্বল, সেটা যেন চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিল মেক্সিকো৷ কোপা আমেরিকার গুরুত্বপূর্ণ ম্যাচ তারা জিতে নিল ৩-১ গোলে৷ The post কোপায় অঘটন, উরুগুয়েকে ৩ গোল মেক্সিকোর appeared first on Sangbad Pratidin.
Posted: 05:29 PM Jun 06, 2016Updated: 02:24 PM Jul 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুয়ারেজকে ছাড়া উরুগুয়ে কতটা দুর্বল, সেটা যেন চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিল মেক্সিকো৷ কোপা আমেরিকার গুরুত্বপূর্ণ ম্যাচ তারা জিতে নিল ৩-১ গোলে৷ ম্যাচের শুরু থেকেই দুই দল চালিয়ে খেলতে শুরু করে৷ বল ছেড়ে লাথি, উল্টোপাল্টা ট্যাকেল আর রেফারির বারবার বাঁশি বাজানো একটা সময় রীতিমতো বিরক্তির পর্যায়ে পৌঁছেছিল৷ দুই দলের দুই ফুটবলার লাল কার্ডও দেখলেন৷  ম্যাচের আগে আগ্রহের কেন্দ্রে ছিলেন সুয়ারেজ৷ উরুগুয়ে কোচ বারবার বলে এসেছেন, সুয়ারেজের যা চোট, তা নিয়ে তাঁকে নামানোর ঝুঁকি তিনি নেবেন না৷ এরপরও যদি-কিন্তুর জায়গা ছিল৷ ডাগ আউটে দেখা যায় সুয়ারেজ ড্রেস করে বসে রয়েছেন৷ তখন ফের প্রশ্ন, তাহলে শেষদিকে পরিস্থিতি বুঝে কি তাঁকে নামানো হবে? উরুগুয়ের কোচ কিন্তু সেই পথে হাঁটেননি৷ তবে এটা নিশ্চয়ই বুঝে গেলেন, দলে কাভানির মতো স্ট্রাইকার পুরো সময়ের জন্য খেললেও, সুয়ারেজের মতো ‘ফিয়ার ফ্যাক্টর’ তাঁর মধ্যে নেই৷ পুরো ৯০ মিনিট তাঁকে প্রায় বোতলবন্দি করে রেখে দিলেন মেক্সিকোর ডিফেন্ডাররা৷

Advertisement

ম্যাচের শুরু থেকেই এদিন সবকিছু উল্টোপথে যাচ্ছিল উরুগুয়ের৷ ম্যাচের মাত্র চার মিনিটের মাথায় আত্মঘাতী গোল করে বসেন উরুগুয়ের ড্যানিয়েল পেরেরা৷ গুয়ারদাদোর বাঁক খাওয়া ক্রস বাইরে পাঠাতে গিয়ে নিজের গোলে ঢুকিয়ে দেন তিনি৷ দ্বিতীয় ধাক্কাটাও এল বিরতির ঠিক আগে৷ ভেসিনো ফ্যালেরো জোড়া হলুদ কার্ড দেখে মাঠের বাইরে যান৷ ম্যাচের ৭০ মিনিটে গা-ঝাড়া দিয়ে ওঠে উরুগুয়ে৷ সেই সময় মেক্সিকোর গুয়ারদাদো লাল কার্ড দেখেন৷ ফ্রিকিক থেকে আসা বলে হেডে গোল করে দলকে সমতায় ফেরান উরুগুয়ের গোডনি৷ কিন্তু তাতে শেষরক্ষা হয়নি৷ মিনিট দশেকের মধ্যে উরুগুয়ের রক্ষণের ভুলের সুবিধা নিয়ে মেক্সিকোকে এগিয়ে দেন রাফায়েল মারকুয়েজ৷ অতিরিক্ত সময়ের খেলায় মেক্সিকোর হয়ে তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন মিগুয়েল হেরেরা৷

 

The post কোপায় অঘটন, উরুগুয়েকে ৩ গোল মেক্সিকোর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement