shono
Advertisement

উত্তপ্ত নিয়ন্ত্রণরেখায় পাক সেনার ঘাঁটি ধ্বংস করল ভারতীয় সেনা

নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছে পাক ব্যাট টিম, প্রকাশ্যে ভিডিও৷ The post উত্তপ্ত নিয়ন্ত্রণরেখায় পাক সেনার ঘাঁটি ধ্বংস করল ভারতীয় সেনা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:04 PM Sep 09, 2019Updated: 08:05 PM Sep 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্তির পর থেকে নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা বারবার সংঘর্ষ বিরতি ভাঙছে পাক সেনা৷ মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলিকে অনুপ্রবেশে সাহায্য করেছে রাওয়ালপিণ্ডি৷ এই পরিস্থিতিতে পাক অধিকৃত কাশ্মীরের লিপা ভ্যালির পান্ডু এলাকায় পাক সেনার একটি ঘাঁটি ধ্বংস করল ভারতীয় সেনা।

Advertisement

[ আরও পড়ুন: কাশ্মীরের সেনা ক্যাম্পে হামলার ছক, সোপিয়ান দিয়ে অনুপ্রবেশের চেষ্টা লস্কর জঙ্গিদের ]

সূত্রের খবর, সোমবার সকালে নিয়ন্ত্রণরেখায় বারবার সংঘর্ষ বিরতি চুক্তি ভেঙেছে পাক সেনা৷ ভারতীয় সেনা ঘাঁটিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গোলা, গুলি চালায় এবং সীমান্তের কাছের গ্রামগুলিকে টার্গেট করে তারা৷ পালটা উত্তর দেয় ভারতীয় জওয়ানরাও৷ পাক সেনার পোস্টগুলিকে লক্ষ্য করে যথাযথ উত্তর দেন জওয়ানরা৷ আর সেই লড়াইয়ে পাক অধিকৃত কাশ্মীরের লিপা ভ্যালির পান্ডু এলাকায় পাক সেনার একটি ঘাঁটি ধ্বংস করেন ভারতীয় সেনা জওয়ানরা৷ গোয়েন্দা সূত্রে আগেই জানা গিয়েছে যে, নিয়ন্ত্রণ রেখার বাগ ও কোটি সেক্টরে থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে ২০০০-এরও বেশি পাক সেনা মোতায়েন করেছে পাকিস্তান। এছাড়া পাক সেনাঘাঁটিগুলিতে আত্মগোপন করেছে পঞ্চাশেরও বেশি জঙ্গি৷ আইএসআই-এর মদতে জোর কদমে জঙ্গি নিয়োগ করছে লস্কর-ই-তইবা এবং জইশ-ই-মহম্মদ৷

[ আরও পড়ুন: লুঙ্গি পরে ট্রাক চালালেই ২ হাজার টাকা জরিমানা, নয়া ফরমান যোগী সরকারের ]

অন্যদিকে, নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক বর্ডার অ্যাকশন টিম (ব্যাট) যে ভারতে প্রবেশের চেষ্টা করছে তার অকাট্য প্রমাণ মিলল সোমবার৷ আগস্টের প্রথম সপ্তাতেই পাক অনুপ্রবেশের যে ষড়যন্ত্র বানচাল করেছিল ভারতীয় সেনা, এ দিন প্রকাশিত হয়েছে তার ভিডিও৷ যাতে দেখা গিয়েছে ভারতীয় জমিতে পড়ে রয়েছে পাক ব্যাট সেনার ছিন্নভিন্ন দেহ৷

The post উত্তপ্ত নিয়ন্ত্রণরেখায় পাক সেনার ঘাঁটি ধ্বংস করল ভারতীয় সেনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার