সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ছে না পরিচালক সুদীপ্ত সেনের ছবি ‘দ্য কেরালা স্টোরি’র। তামিলনাড়ু, কেরলের পর বাংলায় নিষিদ্ধ হয়েছে এই ছবি। আর এবার নতুন বিপাকে পড়লেন ‘দ্য় কেরালা স্টোরি’ ছবির সঙ্গে যুক্ত এক ব্যক্তি।
সংবাদ সংস্থা এএনআই সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই ছবির সঙ্গে জড়িত এক ব্যক্তির কাছে হুমকি ফোন আসে। ফোনে তাঁকে জানানো হয়, এই ছবি দেখিয়ে তাঁরা মোটেই ভাল করেননি। বাড়ি থেকে একা বেরতে বারণও করা হয় সেই ব্য়ক্তিকে। পুলিশের দ্বারস্থ হয়েছেন ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক। এই ঘটনার পর পুলিশের তরফে সেই সদস্যকে নিরাপত্তা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ হওয়ার পর এই বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে পরিচালক সুদীপ্ত সেনের সঙ্গে যোগাযোগ করে হলে তিনি জানান, ”নিষিদ্ধ শব্দটাই ভুল। এই ছবি সেন্সর বোর্ডে পাশ হয়েছে, আর সেন্সর বোর্ডের সাংবিধানিক স্বীকৃতি রয়েছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই ছবি দেখানো বন্ধ করা যাবে না। নিষিদ্ধ করার বিষয়টা ওর ব্যক্তিগত পছন্দের হতে পারে। আমরা এর বিরুদ্ধে অবশ্যই আইনি পদক্ষেপ নেব।”
[আরও পড়ুন: ‘এত কল্পনাও করিনি’, ‘দ্য কেরালা স্টোরি’র সাফল্যে আবেগে ভাসছেন অভিনেত্রী আদা]
সুদীপ্ত সেন আরও বলেন, ”এই ধরনের পদক্ষেপ একেবারেই অবৈধ। যে ছবিকে সেন্সর বোর্ড পাশ করেছে এবং তার পরে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই ছবি দেশের নাগরিকদের দেখার অধিকার রয়েছে। সেই ছবির স্ক্রিনিং বন্ধ করার কোনও আইন আছে কিনা জানা নেই। তবে ভারতীয় বিচার ব্যবস্থার উপর আমার আস্থা রয়েছে। আমরা আইনের পথেই যা করার করব।”