shono
Advertisement

শেষ কিস্তির নেতাজি-ফাইল প্রকাশ

প্রকাশিত তাঁর পরিবারের বহু অজানা তথ্য৷ The post শেষ কিস্তির নেতাজি-ফাইল প্রকাশ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:19 PM Oct 29, 2016Updated: 11:49 AM Oct 29, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেতাজি সুভাষচন্দ্র বসুর কন্যা অনিতা বসুর জন্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির তহবিলের বাইরেও একটি দু’লক্ষ টাকার ট্রাস্ট তহবিল গঠন করা হয়েছে৷ শুক্রবার প্রকাশিত কেন্দ্রের হাতে থাকা নেতাজি সংক্রান্ত গোপন ফাইলে এমনই তথ্য মিলেছে৷

Advertisement

১৯৫৪-র ২৪ মে তারিখের ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের একটি ফাইল থেকেই এমনটা জানা যাচ্ছে৷ এই তহবিল সংক্রান্ত খবর তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে জানানো হয়েছিল ২৩ মে৷ ওইদিনই দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নেহরু৷ এদিন প্রকাশিত হওয়া ফাইলগুলি থেকে আরও জানা যাচ্ছে, এই তহবিল থেকে কিছু অর্থ নেতাজির পত্নী ফ্রাউ শেঙ্কলকে দেওয়া হয়েছিল৷

একটি ফাইলে দেখা যাচ্ছে, নেতাজি-কন্যা অনিতা বসুকে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ৮ অনুযায়ী ভারতীয় নাগরিকত্ব প্রদানে কোনও বাধা নেই বলে বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে সুইজারল্যান্ডের ভারতীয় দূতকে৷ বুধবার কেন্দ্রীয় সংস্কৃতি সচিব এন কে সিনহা কেন্দ্রের হাতে থাকা গোপন নেতাজি ফাইলের নবম ও শেষ কিস্তি প্রকাশ করেন৷ এই ফাইলগুলি বিদেশমন্ত্রকের ১৯৫৩-১৯৯০-এর নথি৷

The post শেষ কিস্তির নেতাজি-ফাইল প্রকাশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement