shono
Advertisement

উপগ্রহ ধ্বংসকারী ’মিশন শক্তি’র ভিডিও প্রকাশ প্রতিরক্ষা মন্ত্রকের

দেখুন সেই ভিডিও৷ The post উপগ্রহ ধ্বংসকারী ’মিশন শক্তি’র ভিডিও প্রকাশ প্রতিরক্ষা মন্ত্রকের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:30 AM Apr 08, 2019Updated: 09:30 AM Apr 08, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৭ মার্চ দেশের সাফল্যের মুকুটে যুক্ত হয় নতুন পালক৷ ওইদিনই ওড়িশার এপিজে আবদুল কালাম আইল্যান্ড থেকে উপগ্রহ ধ্বংসকারী অ্যান্টি স্যাটেলাইট মিসাইলের সফল উৎক্ষেপণ করে ডিআরডিও। দেশের সাফল্যের কথা সকলের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফেও সেই উৎক্ষেপণেরই ভিডিও প্রকাশিত হল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিও নিয়ে এখন চলছে জোর আলোচনা৷

Advertisement

[ আরও পড়ুন: ফাঁকা চেয়ারের ছবি তোলায় চিত্র সাংবাদিককে মারধর কংগ্রেস কর্মীদের, দেখুন ভিডিও]

ভিডিওয় দেখা গিয়েছে  বিভিন্ন ধরনের গ্রাফিক্স। ঠিক কীভাবে মিসাইল আকাশে উঠল, ধাপে ধাপে সেটিই দেখানো হয়েছে ডিআরডিও-র প্রকাশিত ভিডিওতে। মাটি থেকে উড়ে যাওয়ার পরে, ঠিক ২৮৩ কিলোমিটার উচ্চতায় গিয়ে উপগ্রহ ধ্বংস করে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল। ভারতের এই প্রজেক্টের নাম ছিল ‘মিশন শক্তি’। তিন মিনিটেই সফল হয় তিনশো কিলোমিটার দূরের স্যাটেলাইট ধ্বংসের সেই মিশন। এই সাফল্যের মাধ্যমে বিশ্বের প্রথম সারির কয়েকটি দেশের পাশে উঠে এসেছে ভারতের নাম। এতদিন পর্যন্ত এই উপগ্রহ ধ্বংসের ক্ষমতা ছিল কেবল আমেরিকা, রাশিয়া ও চিনের হাতে। ভারত বিশ্বের চতুর্থ দেশ, যারা এই সাফল্যের ও ক্ষমতার অধিকারী হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই জানিয়েছিলেন, এই অভিযানে কোনও আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করা হয়নি। কোনও দেশের ক্ষতি করা ভারতের উদ্দেশ্য নয় বলেও জানিয়েছিলেন তিনি। এই সাফল্যের কথা অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই ঘোষণা করেছিলেন গণমাধ্যমে। এত দিনে ভিডিও দেখতে পেলেন সাধারণ মানুষ। দেশের সাফল্যে কে-ই বা খুশি না হতে পারে, তাই যথারীতি এই ভিডিও মন কেড়েছে আপামর দেশবাসীর৷

[ আরও পড়ুন: মিসাইলের টুকরো ভারতে কীভাবে? এফ-১৬ নিয়ে মার্কিন পত্রিকার তথ্যকে চ্যালেঞ্জ সীতারমণের]

ডিআরডিও প্রধান জি সতীশ রেড্ডি বলেন, “আমরা বিভিন্ন প্রযুক্তির আরও উন্নতি করার চেষ্টা করছি৷ সেগুলির মধ্যে ডাইরেক্ট এনার্জি উইপন, লেজার ইলেক্ট্রোম্যাগনেটিক পালসের সঙ্গে অর্বিট্যাল কিলার্সের টেকনোলজি উল্লেখযোগ্য৷ খুব শীঘ্রই কাজে সাফল্য আসবে৷” তিনি জানান, এই বিষয়ে সম্পূর্ণ তথ্য দেওয়া এখনই সম্ভব নয়৷ তবে ভারত এই মিশনে অনেক এগিয়ে রয়েছে বলেও জানান ডিআরডিও প্রধান।

দেখুন ভিডিও:

The post উপগ্রহ ধ্বংসকারী ’মিশন শক্তি’র ভিডিও প্রকাশ প্রতিরক্ষা মন্ত্রকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement