নন্দন দত্ত: পেশা টোটো চালানো। সেই টোটো চালিয়েই কর্মাধ্যক্ষ পদে শপথ নিতে গেলেন নলহাটি ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির উজ্জ্বল লেট। সাধ্যমতো মানুষের পাশে থাকবেন বলেই জানালেন তিনি।
বীরভূমের (Birbhum) নলহাটির বাসিন্দা উজ্জ্বল লেট। উচ্চমাধ্যমিক পাশ। বাড়িতে রয়েছেন স্ত্রী, দুই কন্যা ও মা। গত পাঁচবছর ধরেই টোটোই তাঁর রুজিরুটি। কোনওদিন রাজনীতি করেননি। তবে তাঁর মানুষের পাশে দাঁড়ানোর মনোভাব ছিল বরাবর। তা দেখেই এবছর তাঁকে প্রার্থী করে তৃণমূল। রাজনীতি তিনি এখনও বোঝেন না। তবে শুধু জানেন যে মানুষের পাশে থাকতে হবে।
[আরও পড়ুন: ‘ঠিকানা বলতে পারব না মা’, রহস্যবার্তার পরদিনই জম্মুতে মৃত্যু বাংলার যুবকের]
মঙ্গলবার বিদ্যুৎ ও শিক্ষা কর্মাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হল উজ্জ্বলবাবুকে। দুটি দায়িত্ব পেয়ে তিনি খুশি। সেই সঙ্গে রয়েছে চিন্তাও। কীভাবে সংসার চালাবেন তিনি ভেবে পাচ্ছেন না। কারণ, টোটো চালিয়ে তাঁর সংসার চলে। অন্য কাজে ব্যস্ত হয়ে গেলে টোটো চালানোর সময়টা স্বাভাবিকভাবেই কমে যাবে। তাঁর অকপট স্বীকারোক্তি, দুটি কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলেও তিনি টোটোই চালাবেন। কাজ নিয়ে তাঁর লজ্জা নেই। টোটো চালানোটা তাঁর কাজ। আর মানুষের সেবা তার ধর্ম।