সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) আসর বসছে পাকিস্তানে। করাচি, রাওয়ালপিণ্ডি এবং লাহোর-- ভেন্যু হিসেবে এই তিনটি শহরের নাম আইসিসি-কে পাঠিয়েছে পাকিস্তান (Pakistan)।
সূত্রের খবর, লাহোরে ফেলা হবে ভারতের খেলা। গদ্দাফি স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার (Team India)সব ম্যাচগুলো হবে বলেই খবর।
লাহোরে সব ম্যাচগুলো হলে ভারতীয় দলকে বিশেষ ঘুরতে হবে না পাক মুলুকে। তাছাড়া ভারত থেকেও দর্শকরা আসতে পারেন লাহোরে। ওয়াঘা সীমান্ত থেকে গদ্দাফি স্টেডিয়াম মাত্র ২৯ কিমি। ফলে ভারতীয় দর্শকদেরও বিশেষ সমস্যা হবে না।
[আরও পড়ুন: আইপিএলের মাঝপথেই দেশে ফিরলেন তারকা ব্যাটার, বিপাকে কেকেআর]
ইদানীং ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয় না। আইসিসি টুর্নামেন্টেই কেবল সাক্ষাৎ হয় দুই প্রতিবেশী দেশের। যদিও বিশেষজ্ঞদের পরামর্শ দুই প্রতিবেশি দেশের সম্পর্ক ভালো করতে পারে একমাত্র ক্রিকেট। অবিলম্বে চালু করা উচিত দ্বিপাক্ষিক ক্রিকেট।
প্রথমে শোনা গিয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেল অনুসরণ করা হবে।
এশিয়া কাপেও হাইব্রিড মডেল অবলম্বন করা হয়েছিল। বলা হচ্ছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে ভারত না গেলে বিকল্প ভেন্যুর ব্যবস্থা করা হবে। কিন্তু এখন শোনা যাচ্ছে, লাহোরেই খেলবে ভারতীয় দল। শোনা যাচ্ছে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করবে পাকিস্তান।