shono
Advertisement

আলাদাভাবে ভোট নয়, পুরপ্রশাসকের মেয়াদবৃদ্ধিতে বিল আনতে চলেছে রাজ্য সরকার

বিধানসভার চলতি অধিবেশনেই এনিয়ে বিল আনার ভাবনা৷ The post আলাদাভাবে ভোট নয়, পুরপ্রশাসকের মেয়াদবৃদ্ধিতে বিল আনতে চলেছে রাজ্য সরকার appeared first on Sangbad Pratidin.
Posted: 05:41 PM Jun 27, 2019Updated: 05:42 PM Jun 27, 2019

রাহুল চক্রবর্তী: মেয়াদ শেষ হয়ে গেলেও, আগে আগে কোথাও পুরভোট হবে না৷ আজ একথা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নির্ধারিত সময়েই রাজ্যের সর্বত্র একসঙ্গে পুরসভার ভোট হবে৷ মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলিতে প্রশাসক বসানো হবে বলে সূত্রের খবর৷ এমনকী এই সংক্রান্ত বিল আসতে চলেছে বিধানসভার চলতি অধিবেশনে৷

Advertisement

[ আরও পড়ুন: সামাজিক মতে বিয়ে করতে হবে, প্রেমিকের বাড়ির সামনে আমরণ অনশনে তরুণী]

রাজ্যের মোট ১৭টি পুরসভা ও পুরনিগমের মেয়াদ শেষ হয়েছে ইতিমধ্যেই৷ সেখানে প্রশাসক বসিয়ে আপাতত কাজ চালাচ্ছে রাজ্য সরকার৷ এখন এই প্রশাসকেরও মেয়াদ বাড়ানোর কথা ভেবেছেন মুখ্যমন্ত্রী৷ তাই বিল আনার মাধ্যমে তা করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বিধানসভার অধিবেশনে৷ চলতি অধিবেশনেই বিলটি আনার তোড়জোড় হচ্ছে বলে সূত্রের খবর৷ বৃহস্পতিবার অধিবেশনে আলোচনা হয়েছে এনিয়ে৷ প্রথম বিলটি – কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল৷ এর মাধ্যমে সরকার প্রয়োজনমতো প্রশাসক নিয়োগ করতে পারবে৷ দ্বিতীয়টি, ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল৷ এতে ভোটে না জিতলেও, কাউকে মেয়র পদে বসানো যাবে৷ তবে দায়িত্ব নেওয়ার ৬ মাসের মধ্যে তাঁকে ভোটে জিতে আসতে হবে৷ তৃতীয় বিল- হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল৷ কলকাতা কর্পোরেশনের মতো রাজ্যের বাকি ৫ কর্পোরেশনে মেয়র সংক্রান্ত নিয়ম লাগু এবং অন্যান্য পুরসভায় প্রশাসকের মেয়াদবৃদ্ধির প্রস্তাব থাকছে নতুন এই তিন সংশোধনীতে৷

এপ্রসঙ্গে রাজ্য সরকারের যুক্তি, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর আলাদাভাবে বিভিন্ন পুরসভাগুলিতে ভোট করানো সম্ভব নয়৷ তা সময়সাপেক্ষও বটে৷ আবার কিছু ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনও কঠিন পরিস্থিতিও ভোটে বাধা হয়ে দাঁড়াতে পারে৷ এই পরিস্থিতিতে প্রয়োজনে প্রশাসকের মেয়াদও বাড়ানো যেতে পারে৷ তা পুরআইন সংস্কারের মাধ্যমেই সম্ভব৷ এই দিকটি মাথায় রেখেই বিধানসভা অধিবেশনে প্রশাসকের মেয়াদ বাড়ানোর বিল আনতে চায় রাজ্য সরকার৷

[ আরও পড়ুন: মাদক বিরোধী দিবসের মিছিলে মদ্যপ অবস্থায় তাণ্ডব! বরখাস্ত সোনারপুরের আইসি]

আর এখানেই আপত্তি তুলেছেন বিরোধীরা৷ তাঁদের অভিযোগ, প্রশাসক বসিয়ে নির্বাচন এড়িয়ে যেতে চাইছে রাজ্য সরকার৷ কিন্তু নির্বাচন করতেই হবে বলে দাবি তুলেছেন বিরোধী নেতারা৷ কয়েকমাস পরই রাজ্যের বিভিন্ন পুরনিগমে নির্বাচন৷ তার প্রস্তুতিও চলছে৷ সেখানে দাঁড়িয়ে অন্য কয়েকটি পুরসভাতেও প্রশাসক বসানো হতে পারে৷ চলতি অধিবেশনেই বিলটি পেশ করার ভাবনা রয়েছে৷ তবে সেক্ষেত্রে বিরোধীরা যে বিলটি খুব সহজে পাশ করতে দেবেন না, তা সহজেই অনুমেয়৷  

The post আলাদাভাবে ভোট নয়, পুরপ্রশাসকের মেয়াদবৃদ্ধিতে বিল আনতে চলেছে রাজ্য সরকার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement