সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেনে (Train) সফর করার সময় কোনও জিনিস খোয়া গেলে তার দায় রেলের নয়। শুক্রবার এক মামলায় এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের (Supreme Court)। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি আহসানুদ্দিন আমানুল্লার বেঞ্চ এমনটাই জানিয়েছে। শীর্ষ আদালতের পক্ষে পরিষ্কার জানানো হয়েছে, ট্রেনে যদি কিছু হারিয়ে ফেলেন যাত্রীরা তাহলে সেজন্য রেল কর্তৃপক্ষের থেকে কোনও ক্ষতিপূরণ চাইতে পারবেন না তাঁরা।
২০১৫ সালের এক মামলা প্রসঙ্গেই এদিন একথা বলেন বিচারপতিরা। ওড়িশার এক ব্যক্তি ক্রেতা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর দাবি ছিল, চলন্ত ট্রেন থেকে তাঁর মালপত্র চুরি গিয়েছে। আর সেই চুরি যাওয়া সামগ্রীর মূল্য ১ লক্ষ টাকা। এপ্রসঙ্গে প্রয়োজনীয় নথিও তিনি আদালতে পেশ করেছিলেন। মামলার রায় তাঁর পক্ষেই গিয়েছিল। কিন্তু এদিন সেই রায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
[আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমের রাস্তায় ধস, বিচ্ছিন্ন যোগাযোগ, আটকে প্রায় দু’হাজার পর্যটক]
এদিন শীর্ষ আদালত জানিয়েছে, ‘আমরা বুঝতে পারছি না কী করে ট্রেনে কিছু চুরি গেলে তা রেলের পরিষেবার ত্রুটি হিসেবে ধরা যাবে? যদি কোনও যাত্রী তাঁর নিজের মালপত্র রক্ষা করতে না পারেন, সেজন্য রেলকে দায়ী করা যায় না।’