shono
Advertisement

‘কর্ণাটকে বজরং দলকে নিষিদ্ধ করার প্রস্তাব নেই’, বিতর্কের মধ্যেই ভিন্নসুর কংগ্রেসের

মঙ্গলবারই কংগ্রেস দাবি করেছিল, ক্ষমতায় এলে নিষিদ্ধ করা হবে বজরং দলকে।
Posted: 04:11 PM May 04, 2023Updated: 04:11 PM May 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকে ক্ষমতায় এলেই পিএফআইয়ের (PFI) মতো বজরং দলকে (Bajrang Dal) নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস (Congress)। এরপরই শুরু হয়েছিল রাজনৈতিক চাপান উতোর। এই পরিস্থিতিতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরাপ্পা মৈলি একেবারে ভিন্নসুরে কথা বললেন। তিনি পরিষ্কার করলেন, কর্ণাটকে কংগ্রেস জিতে সরকার গঠন করলেও তাদের পক্ষে কোনও দলকেই নিষিদ্ধ করা সম্ভব হবে না।

Advertisement

উডুপিতে একটি জনসভায় মুখ খুলেছিলেন বীরাপ্পা। তাঁর কথায়, ”কোনও সংগঠনকে নিষিদ্ধ করা একটি রাজ্য সরকারের পক্ষে সম্ভবপর নয়। বজরং দলকে নিষিদ্ধ করা কর্ণাটক সরকারের পক্ষে সম্ভব নয়। বজরং দলকে নিষিদ্ধ করার কোনও প্রস্তাব আমরা দিইনি। একজন নেতা হিসেবে এই কথা আমি বলতে পারি।”

[আরও পড়ুন: রাজ্যের পর্যবেক্ষক থাকাকালীন ধর্ষণের অভিযোগ, সুপ্রিম কোর্টে ধাক্কা কৈলাস বিজয়বর্গীয়র]

বিধানসভা ভোটের আগে কর্ণাটকে (Karnataka) ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস। সেখানে গুচ্ছ গুচ্ছ প্রতিশ্রুতির কথা লিখেছে তারা। এর মধ্যে অন্যতম প্রতিশ্রুতি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া ও বজরং দলের মতো একাধিক সংগঠনকে নিষিদ্ধ করার কথাও। ইস্তেহারে লেখা হয়েছে, আইন ও সংবিধান গুরুত্বপূর্ণ। কোনও ব্যক্তি বা পিএফআই, বজরং দলের মতো সংগঠন এটাকে ভঙ্গ করতে পারে না। সেই ইস্তেহার প্রকাশের দিন দুয়েকের মধ্যেই একেবারে ভিন্নসুর কংগ্রেস নেতারই গলায়।

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির মূল পাণ্ডা মানিক, সুপ্রিম কোর্টে একের পর এক বিস্ফোরক অভিযোগ সিবিআইয়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement