shono
Advertisement

Breaking News

Solar Eclipse

বিরলতম সূর্যগ্রহণ ৩ রাশির জীবনে ডেকে আনবে বিপদ! কী রয়েছে আপনার ভাগ্যে?

জেনে নিন রাশি তিনটি কোনগুলো।
Posted: 10:18 PM Apr 07, 2024Updated: 10:24 PM Apr 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে মাত্র কয়েকঘণ্টা, ৮ এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ। যা বিরলতম বলেই দাবি বিজ্ঞানীদের। এদিকে জ্যোতিষশাস্ত্রে বরাবরই সূর্যগ্রহণকে অশুভ বলে মনে করা হয়। এই সূর্যগ্রহণ কোন কোন রাশির জন্য বয়ে আনতে চলেছে দুঃসময়? কী বলছেন বিশেষজ্ঞরা?

Advertisement

জ্যোতিষশাস্ত্র বলছে, এই বিরলতম সূর্যগ্রহণ বিপদ ডেকে আনবে তিনরাশির জন্য। নিশ্চয়ই ভাবছেন রাশি তিনটি কি কি? আপনি নিজে সেই রাশির জাতক নন তো? জানা গিয়েছে, এই রাশি তিনটি হল, মীন, কন্যা ও মেষ।

মীন- জ্যোতিষশাস্ত্র বলছে, এই সূর্যগ্রহণের সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়বে মীন রাশির জাতক-জাতিকাদের উপর। ফলে জীবনের সমস্যা বাড়বে। হওয়া কাজ আটকে যেতে পারে। চাকরিক্ষেত্রে সমস্যা আসতে পারে। আর্থিক ক্ষতির সম্ভাবনাও থাকছেন। সাবধান থাকুন এই রাশির জাতকরা।

[আরও পড়ুন: সরাসরি না হলেও সোমবারের বিরলতম সূর্যগ্রহণ চাক্ষুষ করতে পারেন আপনিও, জানেন কীভাবে?]

কন্যা- এই সূর্যগ্রহণ বিপদ ডেকে আনতে পারে কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবনে। ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়তে পারেন। বাড়তে পারে খরচ। সূর্যগ্রহণের নেতিবাচক প্রভাব পড়তে পারে কন্যারাশির জাতক-জাতিকার প্রেমঘটিত সম্পর্কেও। সন্তানের সঙ্গে পিতার সম্পর্কের অবনতি ঘটতে পারে।

মেষ- বিরলতম এই সূর্যগ্রহণে সমস্যা বাড়তে পারে মেষ রাশির জাতক-জাতিকাদেরও। কর্মজীবনে সমস্যা আসার সম্ভাবনা। আর্থিক ক্ষতির পাশাপাশি আপনার বিরুদ্ধে বিভিন্নরকম রটনা হতে পারে।

[আরও পড়ুন: আইপিএলে টিকিট বিক্রির প্রতারণা! জেনে নিন বাঁচার জন্য কী কী করবেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাতে মাত্র কয়েকঘণ্টা, ৮ এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ। যা বিরলতম বলেই দাবি বিজ্ঞানীদের।
  • এদিকে জ্যোতিষশাস্ত্রে বরাবরই সূর্যগ্রহণকে অশুভ বলে মনে করা হয়।
  • এই সূর্যগ্রহণ কোন কোন রাশির জন্য বয়ে আনতে চলেছে দুঃসময়? কী বলছেন বিশেষজ্ঞরা?
Advertisement