সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডাকাতি করতে এসে বৃদ্ধাকে দেখে মায়া হল ডাকাতদের৷ নোট বাতিলের সময় খুচরো সমস্যায় ভুগতে পারেন বৃদ্ধা৷ তাই টাকা আর গয়না লুঠ করলেও বৃদ্ধাকে তারা গিয়ে গেল ১০০ টাকার নোট৷ দিল্লির এই চার ডাকাতকে মানবিকতার জন্য কোনও পুরস্কার দেওয়া হবে কি?
ডাকাতির ঘটনায় এবং ডাকাতের এমন আচরণের কারণে এখনও রীতিমতো চমকে রয়েছেন বৃদ্ধা৷ ৭৮ বছরের সন্তোষ চান্নানের বাড়িতে ডাকাতি করতে আসে চার ডাকাত৷ বৃদ্ধার সামনে ছুরি রেখে তাঁর বাড়ি থেকে টাকা এবং ২ লক্ষ টাকার গয়না ডাকাতি করে ডাকাতের দল৷
বাড়ি থেকে ডাকাতরা সর্বস্ব লুঠ করে নিয়ে যাচ্ছে দেখে অপারগ বৃদ্ধা ডাকাতদের একটা ২০০০ টাকার নোট রেখে যাওয়ার আর্জি জানান৷ নোট বাতিলের সময়ে সংসার চালানো কঠিন হয়ে যাবে বৃদ্ধার, তা বুঝতে পেরে এক ডাকাত নিজের ট্যাঁক থেকে ১০০ টাকা সন্তোষের হাতে ধরিয়ে সেখান থেকে চম্পট দেয়৷ ডাকাতদের বিরুদ্ধে দিল্লির চিত্তরঞ্জন পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷
The post লুঠপাট চালিয়ে বৃদ্ধাকে ১০০ টাকা দিয়ে গেল দুষ্কৃতীরা appeared first on Sangbad Pratidin.