shono
Advertisement

উন্নয়নের আলো পৌঁছায়নি গ্রামে, ৪টি ভোটের জন্য বুথ নির্মাণ কমিশনের

ভোট দিয়ে কী লাভ? প্রশ্ন চার বাসিন্দার৷ The post উন্নয়নের আলো পৌঁছায়নি গ্রামে, ৪টি ভোটের জন্য বুথ নির্মাণ কমিশনের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:37 PM Nov 07, 2018Updated: 03:49 PM Nov 07, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের রায়পুর শহর থেকে অনেক দূরে ছোট্ট একটি গ্রাম, শেরান্ধাদ৷ আয়তনও অনেকটাই৷ দূরদূরান্ত পর্যন্ত বিস্তৃত শক্ত লালমাটির পতিত জমি৷ চাষাবাদ হয় না বললেই চলে৷ যোগাযোগ বলতে একমাত্র সম্বল পায়ে চলা পথ৷ প্রায় ১৫ কিলোমিটার দূরে জাতীয় সড়কে গিয়ে মিশেছে৷ স্কুল, স্বাস্থ্য পরিষেবা পাওয়াটা এখানে স্বপ্নের৷ শেষ কবে এই গ্রামের মাটি উড়িয়ে ছুড়েছে মোটরগাড়ি, তা স্মৃতি আউড়ে বলাটা কঠিন স্থানীয়দের কাছে৷ শক্ত লালমাটির বুকচিড়ে খাবার জোগাড় করাটাই যে চ্যালেঞ্জ ওঁদের কাছে৷ জঙ্গলের ফল-মূল-কাঠ-পাতা কুড়িয়ে কোনওক্রমে বেঁচে থাকার লড়াই মিশেছে তাঁদের রক্তে৷ ফলে, নির্বাচনী লড়াইয়ে সামিল হওয়া এখানে বিলাসিতা মাত্র৷ ভোট আসে, ভোট যায়! মেলেও না কোনও প্রতিশ্রুতি৷ দেখাও মেলে না কোনও নেতার৷ কারণ, ভোট যে মাত্র চারটি৷ মাত্র চারটি ভোট চাইতে নেতারা ভুলেও মাড়ান না পা৷

Advertisement

[মদ্যপের কীর্তিতে অগ্নিকাণ্ড! রাজধানীর রাজপথে জ্বলল ১৮টি গাড়ি]

ঢাকঢোল পিটিয়ে গতমাসেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন৷ নয়াদিল্লিতে নির্বাচন সদন ভবন থেকে মুখ্য নির্বাচনী কমিশনার ওপি রাওয়াত মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও মিজোরামের ভোটের দিনক্ষণ ঘোষণা করেন৷ নির্বাচন কমিশনের তরফে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হতেই শুরু হয়েছে ভোটের উৎসব৷

[এবার নাম বদলাচ্ছে আহমেদাবাদের, ইঙ্গিত উপ-মুখ্যমন্ত্রীর]

দেশের প্রতিটি নাগরিকের ভোট দেওয়ার অধিকার সুরক্ষিত করতে তৎপরতাও শুরু করেছে কমিশন৷ আর সেই কারণে অনামী শেরান্ধাদ গ্রামের চার ভোটের জন্য বুথও গড়ে তোলার উদ্যোগ নিয়েছে কমিশন৷ ভরতপুর-সোনাট বিধানসভা কেন্দ্রের ১৪৩ নম্বর বুথে শেরান্ধাদ গ্রামের চার ভোটের জন্য বিশেষ ব্যবস্থা করেছে কমিশন৷ কিন্তু, সরকারি ভাবে উদ্যোগ নেওয়া হলেও ভোটে আগ্রহী নয় ‘নেই রাজ্যে’র চার বাসিন্দা৷ জীবনে বেঁচে থাকার জন্য যখন নূন্যতম সরকারি পরিষেবা জোটে না, তখন ভোট দিয়ে কীলাভ? প্রশ্ন বাসিন্দাদের৷

[অর্থমন্ত্রীর ঊর্ধ্বে নন আরবিআই গভর্নর, মন্তব্য মনমোহনের]

The post উন্নয়নের আলো পৌঁছায়নি গ্রামে, ৪টি ভোটের জন্য বুথ নির্মাণ কমিশনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement