shono
Advertisement

কন্যাসন্তান ভূমিষ্ঠ হলে খরচ নেই এই হাসপাতালে!

কন্যাসন্তানের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে আহমেদাবাদের সিন্ধু হাসপাতালে এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ The post কন্যাসন্তান ভূমিষ্ঠ হলে খরচ নেই এই হাসপাতালে! appeared first on Sangbad Pratidin.
Posted: 10:24 PM Jul 19, 2016Updated: 04:54 PM Jul 19, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ দেশে নারীকে দেবীজ্ঞানে পূজা করা হয়৷ কিন্তু আজও পৃথিবীতে কন্যা সন্তান এলে তেমন অভ্যর্থনা জোটে না৷ উল্টে বরাদ্দ থাকে লাঞ্ছনা-গঞ্জনা৷ কন্যা সন্তান ভূমিষ্ঠকারী মা-ও যেমন রেহাই পান না, তেমন রেহাই মেলে না শিশু কন্যাসন্তানটির ক্ষেত্রেও৷ তবে এ ছবিটাই যেন বদলাতে চাইল গুজরাতের এক হাসপাতাল৷ এবার সেখানে কন্যাসন্তান জন্মগ্রহণ করলে হাসপাতালের খরচ বাবদ কোনও টাকা নেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হল৷

Advertisement

কন্যাসন্তানের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে আহমেদাবাদের সিন্ধু হাসপাতালে এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মহাদেব লোহানা জানিয়েছেন, ‘বছরের পর বছর ধরে দেখেছি গর্ভবতী রমণীরা যাঁরা এখানে আসেন তাঁরা পুত্রসন্তান কামনা করেন৷ এমনকী পরিবারের প্রত্যাশাও থাকে সেটাই৷ পুত্রসন্তান হলে আনন্দ উৎসব হয় পরিবারে৷ কিন্তু কন্যাসন্তান হলে তা দেখা যায় না৷ ছেলে হলে মিষ্টি বিতরণ করা হয়, কিন্তু মেয়ে হলে তা হয় না৷ কিন্তু এবার এই ছবিটা যাতে কন্যাসন্তান ভূমিষ্ট হওয়ার ক্ষেত্রেও ফেরে তাই আমাদের এই উদ্যোগ৷’

শুধু যে হাসপাতালের খরচ নেওয়া হবে না তাই নয়, পুত্র সন্তান হলে যেভাবে আনন্দ করা হয়, মিষ্টি বিতরণ করা হয়, মেয়ে সন্তান হলেও তাই হবে৷ এবং তা হবে হাসপাতালের উদ্যোগেই৷ হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রায় ১৫০ গর্ভবতী রমণী৷ তাঁদের মধ্যে যাঁদের কন্যাসন্তান ভূমিষ্ঠ হবে তাঁরা এই সুযোগ পাবেন৷ হাসপাতালের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয় অধিবাসীরাও৷ চিকিৎসাধীন এক মহিলাই জানাচ্ছেন তাঁদের পরিবারে কন্যাসন্তানের আগমন মানেই যেন বিভীষিকা৷ কোনও কোনও পরিবারে নাকি গত তিন দশকে কোনও কন্যাসন্তান জন্ম নেয়নি বলেও শোনা যাচ্ছে৷ এঁদের সকলকেই আত্মবিশ্বাস যোগাচ্ছে হাসপাতালের এই কর্মসূচি৷

The post কন্যাসন্তান ভূমিষ্ঠ হলে খরচ নেই এই হাসপাতালে! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement