সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁকে কেন ভারতীয় দলের হিটম্যান বলা হয়, রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে তা হাড়ে হাড়ে টের পেয়েছে পাকিস্তান। বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলেই অনন্য রেকর্ডের মালিক হয়ে গিয়েছেন রোহিত শর্মা। তাঁর প্রশংসায় পঞ্চমুখ গোটা দেশ। এহেন ব্যাটসম্যানই বলে দিতে পারেন, সাফল্য পাওয়ার জন্য দলের ঠিক কী করা উচিত। সেই আশা নিয়েই এক পাক সাংবাদিক ভারতীয় ব্যাটসম্যানের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন। নিজের দর্শনীয় আপার-কাটের স্টাইলেই জবাব দিলেন রোহিত।
বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে শতরান করেছেন রোহিত। এটি তাঁর কেরিয়ারের ২৪তম এবং বিশ্বকাপে তৃতীয় শতরান। পাকিস্তানের বিরুদ্ধে কোনও ভারতীয় ব্যাটসম্যানের তৃতীয় দ্রুততম শতরানও (৮৫ বলে) বটে। এদিনের ১৪০ রানের ইনিংস খেলে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রানপ্রাপকের তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছেন ‘হিটম্যান’। রোহিতের দখলে ৩১৯ রান। শীর্ষে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। তিনি পাঁচ ম্যাচে করেছেন ৩৪৩ রান। শুধু তাই নয়, বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে এটিই কোনও ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর।
[আরও পড়ুন: এবারেও ‘মওকা’ পেল না পাকিস্তান, বিরাট-রোহিতের রেকর্ডের দিনে সহজ জয় ভারতের]
১৪০ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে পাকিস্তানকে রীতিমতো চাপে ফেলে দেন রোহিত। তবে শুধু মাঠেই নয়, সাংবাদিক বৈঠকেও মন কাড়লেন তিনি। এক পাক সাংবাদিক তাঁকে জিজ্ঞেস করেন, চলতি টুর্নামেন্টে বারবার মুখ থুবড়ে পড়ছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর জন্য সরফরাজ ও তাঁর দলকে কী পরামর্শ দেবেন তিনি? হাসি মুখে ঠাট্টার সুরেই রোহিত বলেন, “আমি যদি কখনও পাকিস্তানের কোচ হই, তখন পরামর্শ দেব। এখন আর কী বলব।” রোহিতের মজার উত্তরে হাসির রোল ওঠে সাংবাদিক বৈঠকে। প্রসঙ্গত, পাকিস্তানের হাতে আর চারটে ম্যাচ। পাঁচ ম্যাচে মাত্র তিন পয়েন্ট তাদের। এমন পরিস্থিতিতে সেমিফাইনালে পৌঁছনো সরফরাজদের পক্ষে বেশ কঠিন। পরের ম্যাচগুলি জিততে না পারলে শেষ চারে ওঠার স্বপ্নভঙ্গ হবে ১৯৯২-এর চ্যাম্পিয়নদের।
[আরও পড়ুন: ধাওয়ানের পর চোটের কবলে ভুবনেশ্বর, পরিবর্ত বোলারের নাম জানালেন কোহলি]
The post পাকিস্তানের কোচ হতে চান রোহিত! সাংবাদিক বৈঠকে এ কী বললেন হিটম্যান? appeared first on Sangbad Pratidin.