shono
Advertisement

‘পাকিস্তানে চলে যাও’, দিল্লির পর কর্ণাটকের শিক্ষিকা বললেন মুসলিম পড়ুয়াকে!

শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পড়ুয়ারা।
Posted: 02:26 PM Sep 03, 2023Updated: 02:27 PM Sep 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানুষ হওয়ার পাঠ দেন যে শিক্ষক, তিনিই ধর্ম, জাতপাতের কোন্দলে জড়িয়ে পড়ছেন। এমনকী বিভাজন তৈরি করছেন ছাত্রদের মধ্যে! দিল্লির পর কর্ণাটকের (Karnataka) একটি সরকারি স্কুলে মুসলিম পড়ুয়াদের পাকিস্তানে (Pakistan) চলে যেতে বলেন এক শিক্ষিকা। অভিযুক্ত ওই শিক্ষিকার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে জেলা শিক্ষা দপ্তর। অশান্তি এড়াতে প্রাথমিকভাবে তাঁকে অন্য স্কুলে বদলি করা হয়েছে।

Advertisement

ঘটনাটি কর্ণাটকের শিবমোগ্গা জেলার। স্থানীয় সরকারি স্কুলের অভিযুক্ত শিক্ষকার নাম মঞ্জুলা দেবী। ওই স্কুলে গত ৯ বছর ধরে কর্মরত তিনি। বেশ কয়েকজন মুসলিম ছাত্র অভিযোগ করেছে, অভিযুক্ত শিক্ষিকা তাদের পাকিস্তানে চলে যেতে বলেছেন। যেহেতু তারা মুসলিম। এর বাইরেও তিনি ধর্মীয় বিদ্বেষমূলক একাধিক মন্তব্য করেছেন বলেও অভিযোগ। এই ঘটনার তদন্ত শুরু করেছেন ব্লক শিক্ষা আধিকারিক পি নীরজ। প্রাথমিকভাবে শিক্ষিকাকে অন্য স্কুলে পাঠানো হয়েছে।

[আরও পড়ুন: মুম্বইয়ের বৈঠকের পরই ফের অসুস্থ সোনিয়া গান্ধী, ভরতি হাসপাতালে]

উল্লেখ্য, এর আগে দিল্লির (Delhi) একটি সরকারি স্কুলে শিক্ষকার বিরুদ্ধেও পড়ুয়াদের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছিল। স্কুলের চার ছাত্রের অভিযোগ করেছিলেন যে শিক্ষিকা তাদের বলেন, পাকিস্তানে চলে যাওনি কেন? অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: ব্রিজভূষণ-তদন্ত রিপোর্ট চোখে ধুলো দেওয়ার চেষ্টা, আদালতে মন্তব্য কুস্তিগিরদের আইনজীবীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement