shono
Advertisement

Breaking News

নতুন তারকা জুটির সমাহার নিয়ে ফিরছে ‘নাচ বলিয়ে’

জানেন এবার কারা নাচের মঞ্চে প্রেমের ঝলক দেখাবেন? The post নতুন তারকা জুটির সমাহার নিয়ে ফিরছে ‘নাচ বলিয়ে’ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:34 PM Feb 18, 2017Updated: 12:04 PM Feb 18, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাহা আজ রটনা, তাহা কাল ঘটনা হতেই পারে৷ একসঙ্গে কাজ করতে করতে কখন যে মন দেওয়া-নেওয়া হয়ে যায়, কে জানে? তবে টেলিভিশনের দর্শকদের ক্ষেত্রে এই কথা খুব একটা খাটে না৷ কোথায় কোন সেটে ভালবাসার ফুল ফুটেছে৷ সব খবর রাখেন বোকাবাক্সের দর্শকরা৷ আর যেটুকু নজরের আড়ালে রয়ে যায়৷ তা সামনে আসে রিয়্যালিটি শোয়ে৷ এমনই কিছু জানা-অজানা জুটি নিয়ে ফিরে আসছে রিয়্যালিটি শো ‘নাচ বলিয়ে’৷

Advertisement

শোনা গিয়েছে, এবার এই ডান্স রিয়্যালিটি শোয়ের সঞ্চালক হিসেবে দেখা যাবে করণ সিং গ্রোভারকে৷ আর প্রতিযোগীদের মধ্যে রয়েছেন –

বিবেক দাহিয়া ও দিব্যাঙ্কা ত্রিপাঠি৷ ‘ইয়ে হ্যায় মহব্বতে’-র সেটে প্রেমে পড়েন দু’জনে৷ সম্প্রতি বিয়েটাও সেরে ফেলেছেন৷

 

দেখা যাবে টেলিভিশনের চকোলেট বয় রোহন মেহরা ও কাঞ্চি সিংকে৷ সিরিয়ালে দুই জন ভাই-বোনের চরিত্রে অভিনয় করলেও আসল জীবনে একে অন্যের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন এই দুই তারকা৷

 

এক রিয়্যালিটি শোয়ে বিয়েটা সেরে ফেলেছেন৷ এবার আরও এক রিয়্যালিটি শোয়ে নিজেদের প্রেমের ঝটকা দিতে চলেছেন ভোজপুরি অভিনেত্রী মোনালিসা ও বিক্রান্ত সিং রাজপুত৷

 

রিয়্যালিটির মাধ্যমে অনেকটা পরিচিতি হলেও৷ প্রেমে কোনও খাদ নেই৷ বিয়ে-মধুচন্দ্রিমা সেরে তাই ফের নাচ বলিয়ে’র তারকা তালিকায় নাম লিখিয়েছেন সূর্যশ রায় ও কিশ্বর মার্চেন্ট৷

 

বেশি বয়সে হলেও একে অন্যের মধ্যে ভালবাসা খুঁজে পেয়েছেন রাহুল দেব ও মুগ্ধা গডসে৷ মডেল টার্নড অভিনেতার এই জুটি বুড়ো হাড়েও নাচের মঞ্চে ভেলকি দেখাবে বলে আশা দর্শকদের৷

 

কমেডির মঞ্চ ছেড়ে এবার নাচের মঞ্চে নিজের কোমর দোলাবেন কমেডিয়ান ভারতী সিং৷ তাঁকে সামাল দিতে থাকবেন হর্ষ লিম্বাছিয়া৷

 

সদ্য বাকদান পর্ব সেরে নিয়েছেন৷ এবার নাচের মঞ্চে নিজেদের প্রেমের ঝলক দেখাবেন কিথ সিকুইরা এবং রোশেল রাও৷

থাকতে পারেন মন্দনা করিমি-গৌরব গুপ্তা, সম্ভাবনা শেঠ-অবিনাশ দ্বিবেদী এবং অস্মিত প্যাটেল-মেহক চহলও৷

The post নতুন তারকা জুটির সমাহার নিয়ে ফিরছে ‘নাচ বলিয়ে’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement