shono
Advertisement

নিপা তাঁকে ডরায় না, ৪০০ চামচিকে নিয়ে শান্তির সংসার বৃদ্ধার

তিরিশ বছর ধরে চামচিকেদের সঙ্গে ঘর করছেন শান্তাবেন৷ The post নিপা তাঁকে ডরায় না, ৪০০ চামচিকে নিয়ে শান্তির সংসার বৃদ্ধার appeared first on Sangbad Pratidin.
Posted: 04:50 PM May 26, 2018Updated: 05:05 PM May 26, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে কেরলে আবদ্ধ থাকলেও নিপা ভাইরাসের আতঙ্ক গ্রাস করেছে দেশের অন্যান্য রাজ্যকে৷ বাদ পড়েনি কলকাতা৷ তবে ব্যতিক্রম রয়েছেন একজন৷ আহমেদাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরে রাজপুর গ্রামের বাসিন্দা শান্তাবেন প্রজাপতি৷ দু’কামরার ঘরে প্রায় ৪০০টি চামচিকে নিয়ে বসবাস করছেন ৭৪ বছরের এই বৃদ্ধা৷ সমগ্র গ্রামের কাছে তিনি হয়ে উঠেছেন ‘চামচিদিওয়ালা বা’ অর্থাৎ ‘জীবন্ত বাঁদুড়ের দিদিমা’

Advertisement

তিরিশ বছর ধরে এই চামচিকেদের সঙ্গে ঘর করছেন শান্তাবেন প্রজাপতি৷ অনেকদিন আগেই মারা গিয়েছিল তাঁর স্বামী৷ তিন মেয়ে ও এক ছেলেকে ওই বাড়িতেই মানুষ করেছেন তিনি৷ তবে তাঁরাও এখন তাঁর সঙ্গে থাকেন না৷ এমনকি প্রতিবেশীরাও বিরক্ত এই চামচিকের উৎপাতে৷ তাঁর এক প্রতিবেশী মদিনা বিবি সিপি জানান, সান্তাবেন প্রজাপতির বাড়ি থেকে চামচিকে ছড়িয়ে পড়ছে আশপাশের বাড়িগুলিতে৷ প্রতিবেশীরা বিরোধিতা করলেও নিরুত্তাপ শান্তাবেন৷

[২০১৯-এ মায়াবতীকেই প্রধানমন্ত্রীর মুখ হিসাবে প্রচারে বিএসপি]

বাড়িতে ঢুকলে কেবলই শোনা যায় চামচিকের কিচিরমিচির শব্দ৷ দুই কামরার বাড়িতে একটি ঘরের চার দেওয়ালজুড়ে রয়েছে তাদের রাজত্ব৷ রোজ রাতে এই বাড়ি থেকেই বেরিয়ে আসে ঝাঁকে ঝাঁকে চামচিকে৷ ঠিক ভূতের সিনেমার মতো৷ দেশজুড়ে তৈরি হওয়া নিপা ভাইরাসের আতঙ্ক সম্পর্কে যথেষ্ট অবগত শান্তাবেন৷ তাও চামচিকেদের কেবল আস্তানা দিয়েই ক্ষান্ত হননি তিনি৷ রোজ ব্যবস্থা করেন তাদের খাবারের৷ নিজের শিশুর মতোই এদের লালনপালন করেন তিনি৷ জানান, যতদিন তিনি বেঁচে রয়েছেন এমনই করে যাবেন৷

The post নিপা তাঁকে ডরায় না, ৪০০ চামচিকে নিয়ে শান্তির সংসার বৃদ্ধার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement