shono
Advertisement

রায় ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে সিঙ্গুরে জমি ফেরাতে তৎপর মমতা

শুক্রবার মিশনারিজ অফ চ্যারিটির আমন্ত্রণে ভ্যাটিকান যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
Posted: 10:16 PM Sep 01, 2016Updated: 04:50 PM Sep 01, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের রায় ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনিক তৎপরতা দেখালেন মুখ্যমন্ত্রী। শীর্ষ আদালতের নির্দেশ মোতাবেক সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দিতে উদ্যোগী হল রাজ্য সরকার। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, আগামী ২ সপ্তাহের মধ্যে সিঙ্গুরের জমিতে সমীক্ষা চালাবে রাজ্য সরকার। সমীক্ষা চালানোর পর চার সপ্তাহের মধ্যে কৃষকদের জমির ভাগ নির্ধারণ করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের কাছে সব ল্যান্ড রেকর্ড আছে তাই বৈষম্যের কোনও প্রশ্নই ওঠে না।” মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জমি জরিপ শেষ হয়ে গেলে ল্যান্ড রেকর্ড অনুযায়ী কোর্টের সময়সীমার মধ্যেই জমি ফেরত দেওয়া হবে কৃষকদের। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, জমির বর্গাদাররা যে চুক্তিতে ওই জমিতে চাষ করতেন, তাঁরা একই চুক্তিতে বহাল থাকবেন। এ বিষয়ে এদিনই বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

বুধবার সুপ্রিম কোর্ট জানায়, ২০০৬ সালে টাটা মোটরের ন্যানো কারখানার জন্য সিঙ্গুরের জমি অধিগ্রহণ বৈধ নয়। আইন মেনে জমি অধিগ্রহণ হয়নি। আগামী ১২ সপ্তাহের মধ্যে কৃষকদের জমি ফিরিয়ে দিতে হবে। শীর্ষ আদালতের নির্দেশকে যুগান্তকারী ও ঐতিহাসিক জয় বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আদালতের নিয়ম মেনেই কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া হবে। এ বিষয়ে জেলাশাসককে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যে জমি চাষযোগ্য নয়, রাজ্য সরকার সেই সব জমি পুনরায় চাষযোগ্য করে কৃষকদের ফিরিয়ে দেবে বলে আজ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।শুক্রবার মিশনারিজ অফ চ্যারিটির আমন্ত্রণে ভ্যাটিকান যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে মিউনিখ যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ইউরোপ সফরে যাবেন শিল্পপতিদের এক প্রতিনিধি দল। ইউরোপ সফরের পর চিন সফরে যাবে রাজ্যের সাত প্রতিনিধির একটি দল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement