সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাস কলকাতায় গোমাংস খাওয়া চলবে না৷ আর তা নিয়ে একটা উৎসবের আয়োজন? নৈব নৈব চ! ‘কলকাতা বিফ ফেস্টিভ্যাল’-এর আয়োজনের বিরোধিতায় সরব গোঁড়া হিন্দুত্ববাদীরা৷ উদ্যোক্তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ৷ চাপের মুখে মাথানত করতে বাধ্য হয়েছেন উদ্যোক্তারা৷ তাই নাম বদলে ‘বিফ ফেস্টিভ্যাল’ হল ‘বিপ ফেস্টিভ্যাল’৷
[ আরও পড়ুন: লোকসভার ফর্মুলাতেই ‘মিশন ২০২১’, বিধানসভা জয়ের নয়া রুটম্যাপ বঙ্গ বিজেপির]
এক মাস রমজানের পর বুধবারই ছিল খুশির ইদ৷ তিলোত্তমায় উৎসবের আবহ৷ আর উৎসব মানেই বাঙালি পেটপুজো ছাড়া কিছুই বোঝে না৷ তাই আগামী ২৩ জুন মধ্য কলকাতার সদর স্ট্রিটে ‘কলকাতা বিফ ফেস্টিভ্যাল’ আয়োজন করা হয়৷ যেখানে গোমাংসের রকমারি পদ থাকবে৷ এছাড়াও থাকছে শূকরের মাংসের একাধিক পদ৷ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ওই উৎসবের কথা ছড়িয়ে পড়েছে৷ ভোজনরসিকরা যদিও ‘বিফ ফেস্টিভ্যাল’-এর খবর শুনে বেজায় খুশি৷ তাঁরা ওই অনুষ্ঠানে যাবেন বলেও ইতিমধ্যে পরিকল্পনা সেরে ফেলেছেন৷ তবে উগ্র হিন্দুত্ববাদী নেটিজেনরা এই অনুষ্ঠানকে মোটেও ভাল চোখে দেখছেন না৷ একাধিক হিন্দুত্ববাদী ফেসবুক গ্রুপে এই অনুষ্ঠানের সমালোচনা শুরু হয়ে গিয়েছে৷ শহরে এভাবে ঢাকঢোল পিটিয়ে ‘বিফ ফেস্টিভ্যাল’-এর আয়োজনের একেবারেই পক্ষপাতী নন তাঁরা৷ অনুষ্ঠানের আয়োজন করা হলে উদ্যোক্তাদের খুন করা হবে বলেও হুমকি দেন উগ্র হিন্দুত্ববাদী নেটিজেনদের একাংশ৷
[ আরও পড়ুন: নম্বর বিভ্রাট! মমতা ভেবে তৃণমূলের নেতাকে ঘনঘন ফোনে উত্যক্ত বিজেপি কর্মীদের]
উদ্যোক্তারা বলেন, ‘‘রাজ্যজুড়ে সমানেই ধর্ম নিয়ে রাজনীতি চলছে৷ তাতেই গা ভাসিয়েছেন রাজনীতিকদের একাংশ৷ যাতে কোনও অশান্তি না হয় তাই গোমাংসের পাশাপাশি শূকরের মাংসেরও নানা পদ রেখেছি আমরা৷ তবে খাদ্যরসিকদের কথা ভেবে আয়োজিত ‘বিফ ফেস্টিভ্যাল’-এ যে তার ছায়া পড়বে, সেটা ভাবতে পারিনি৷’’ ক্রমাগত প্রাণহানির হুমকিতে আতঙ্কিত উদ্যোক্তারা৷ তাই বাধ্য হয়েই অনুষ্ঠানের নামবদল করে দিয়েছেন তাঁরা৷ ‘বিফ ফেস্টিভ্যাল’ হয়ে গিয়েছে ‘বিপ ফেস্টিভ্যাল’৷ নাম পরিবর্তন করলেই তো আর হল না৷ তার প্রচারও তো প্রয়োজন৷ তাই সোশ্যাল মিডিয়ায় আবারও চলছে প্রচার৷ তবে উদ্যোক্তাদের দাবি, নাম পরিবর্তনের পরেও রেহাই নেই৷ ধর্ম নিয়ে যাঁরা রাজনীতি করছেন, তাঁদের কাছে মাথানত করার পদক্ষেপের সমালোচনা করেছেন নেটিজেনদের একাংশ৷ ক্ষুব্ধ হিন্দুত্ববাদী নেটিজেনরা অনুষ্ঠানের উদ্যোক্তাদের সিদ্ধান্তে বেশ খুশি৷ লক্ষ্যপূরণ হওয়ার মতোই হাবভাব তাদের৷ তবে এসবে কান নিতে নারাজ উদ্যোক্তারা৷ বিতর্ক নয়, সুষ্ঠুভাবে অনুষ্ঠান আয়োজনই এখন একমাত্র লক্ষ্য তাঁদের৷
The post ‘বিফ’ বদলে ‘বিপ’! কলকাতায় হিন্দুত্ববাদীদের রোষের মুখে উৎসব appeared first on Sangbad Pratidin.