shono
Advertisement

দলিত নাবালকদের দিয়ে প্রকাশ্যে মলমূত্র পরিষ্কার করানোর অভিযোগ, তামিলনাড়ুতে ধৃত ৩

বিষয়টি নিয়ে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়েছে।
Posted: 06:21 PM Dec 12, 2020Updated: 06:24 PM Dec 12, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলার মাঠের একপাশে মলমূত্র ত্যাগ করেছিল। এর জেরে দলিত সম্প্রদায়ের তিন নাবালককে হেনস্তা করার পাশাপাশি তাদের দিয়ে প্রকাশ্যে ওই মলমূত্র পরিষ্কার করানোর অভিযোগ উঠল উচ্চবর্ণের ৬ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর পেরামবালুর জেলার সিরুকুদাল গ্রামে। বিষয়টি নিয়ে ওই এলাকায় প্রবল উত্তেজনা তৈরি হওয়ায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বাকিদের ধরতে পারেনি।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ১৩ থেকে ১৫ বছর বয়সী দলিত সম্প্রদায়ের পাঁচ নাবালক সিরুকুদাল গ্রামের মন্দির সংলগ্ন একটি মাঠের একপাশে প্রাতঃকৃত্য সারছিল। আচমকা সেখানে হাজির হয় ওই এলাকার উচ্চবর্ণের ৬ জন যুবক। খেলার মাঠে ওই দলিত নাবালকরা কেন মলমূত্র ত্যাগ করেছে জানতে চায়। তারপর তাদের হেনস্তা করার পাশাপাশি অবিলম্বে মাঠ থেকে নিজেদের হাতে নোংরা পরিষ্কার করার নির্দেশ দেয়। এর জন্য কয়েকটি বস্তাও এনে দেয় তারা। বাধ্য হয়ে মলমূত্র পরিষ্কার করতে হয়।

[আরও পড়ুন: ‘কেউ যেন অনাহারে না থাকে’, করোনা কালে লোকসান সহ্য করেও ১ টাকায় ইডলি বেচছেন বৃদ্ধা]

এই ঘটনার কথা শোনার পরেই ওই এলাকার দলিত সম্প্রদায়ের মানুষরা গ্রামের রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রায় আধঘণ্টা ধরে বিক্ষোভ দেখানোর পরে স্থানীয় থানার পুলিশ এসে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করার আশ্বাস তুলে পরিস্থিতি শান্ত হয়। এরপর নির্যাতিত নাবালকদের একজনের মা স্থানীয় মারুভাতুর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তিন জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

এপ্রসঙ্গে পেরামবালুর জেলার পুলিশ সুপার নিশা পার্থিবান জানান, অভিযোগের ভিত্তিতে আর অবিনেশ (২০), সিলামবারাসন (২৪) এবং এস সেলভাকুমার (২৩)-কে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করা হবে।

[আরও পড়ুন: চিন থেকে সরে ভারতে স্যামসংয়ের কারখানা! নয়ডায় ইউনিট খুলতে সাড়়ে ৪ হাজার কোটি বিনিয়োগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement