shono
Advertisement

Breaking News

উৎসবের মরশুমে শহরে অনুপ্রবেশের আতঙ্ক, গ্রেপ্তার ৩ বাংলাদেশি

চোরাপথে শহরে এসেছিল ৩ জনই। The post উৎসবের মরশুমে শহরে অনুপ্রবেশের আতঙ্ক, গ্রেপ্তার ৩ বাংলাদেশি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:54 AM Dec 25, 2018Updated: 08:54 AM Dec 25, 2018

অর্ণব আইচ: বড়দিনের আগে কলকাতায় গ্রেপ্তার তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী। চোরাপথে সীমান্ত পার করে কলকাতায় এসেছে এই তিন ব্যক্তি। কী কারণে তারা কলকাতা এসেছে, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তাঁদের কাছে কোনও সন্দেহজনক বস্তু না পাওয়া গেলেও পাসপোর্ট বা ভিসাও পাওয়া যায়নি। বাংলাদেশের বরিশাল জেলার উজিরপুরের বাসিন্দা সমরেশচন্দ্র বরাই, সুভাষচন্দ্র রায়, আগলিঝরার বাসিন্দা শেখর চৌধুরিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

Advertisement

[মৃত্যুর পরও অটুট বন্ধন, আলিঙ্গনরত অবস্থায় গঙ্গায় উদ্ধার যুগলের দেহ]

এসটিএফ আধিকারিকদের কাছে আগেই খবর ছিল, চোরাপথে বাংলাদেশ সীমান্ত পার করে কলকাতায় এসেছে তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী। মধ্য কলকাতায় ঘোরাঘুরি করছে তারা। সেই মতো গোয়েন্দারা নজরদারি শুরু করেন। কলেজ স্ট্রিট এলাকার বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট ধরে তিন যুবককে এগিয়ে আসতে দেখা যায়। গোয়েন্দারা তাদের ঘিরে ফেলেন। রাস্তার উপরই তাদের জেরা শুরু হয়। তারা কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। জেরার মুখে তারা তিনজনই স্বীকার করে যে, তারা বাংলাদেশ থেকে চোরাপথে কলকাতায় এসেছে। তাদের কাছ থেকে নিত্য ব্যবহারের কিছু জিনিসপত্র ও টাকা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রের খবর, কাজ খোঁজার জন্য তিনজন কলকাতায় আসে। এখানে তাদের পরিচিত ব্যক্তি আছে। তাদের চোরাপথে কলকাতায় আসার পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা জানতে তদন্ত চলছে।

[এটিএম মেশিন হ্যাং করে টাকা গায়েব, পুলিশের জালে ‘মাস্টার মাইন্ড’]

এদিকে, সানোয়ার নামে এক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়েছে এসটিএফ। জানা গিয়েছে, তার বিরুদ্ধে লুক আউট নোটিস ছিল। দেশ ছেড়ে পালানোর চেষ্টা করার সময় সে দিল্লিতে ধরা পড়ে। লালবাজারের গোয়েন্দারা তাকে দিল্লি থেকে ধরে নিয়ে আসেন। দীর্ঘদিন ধরেই তার খোঁজ চলছিল বলে জানিয়েছে পুলিশ। বড়দিন এবং বর্ষবরণ উপলক্ষে শহর কলকাতায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে পুলিশ পিকেট। চলছে নজরদারি। উৎসবের আবহে কোনওরকম অশান্তি এড়াতে তৎপর কলকাতা পুলিশ।

The post উৎসবের মরশুমে শহরে অনুপ্রবেশের আতঙ্ক, গ্রেপ্তার ৩ বাংলাদেশি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement