shono
Advertisement

প্রেক্ষাগৃহে জাতীয় সংগীতের অবমাননা, মারধর তিন পড়ুয়াকে

সিনেমা হলে এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার উত্তেজনা ছড়ায়৷ The post প্রেক্ষাগৃহে জাতীয় সংগীতের অবমাননা, মারধর তিন পড়ুয়াকে appeared first on Sangbad Pratidin.
Posted: 05:34 PM Dec 12, 2016Updated: 12:04 PM Dec 12, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেক্ষাগৃহে জাতীয় সংগীত বেজেছিল৷ সম্মান জানাতেই উঠে দাঁড়িয়েছিলেন প্রেক্ষাগৃহে উপস্থিত সকলে৷ ঠিক সেই সময়ই প্রেক্ষাগৃহে বসেছিলেন নয় জন ব্যক্তি৷ তাঁদের মধ্যে তিনজন আবার ব্যস্ত ছিলেন ছবি তুলতে৷ প্রেক্ষাগৃহে উপস্থিত থেকে জাতীয় সংগীতের অবমাননার দায়ে তিনজনকে বেধড়ক মারল প্রেক্ষাগৃহের অপর ২০ জন ব্যক্তি৷ জানা গিয়েছে সেই তিনজনের মধ্যে দু’জন মহিলা ছিলেন৷ চেন্নাইয়ের সিনেমা হলে এই ঘটনাকে কেন্দ্র করে ছড়ায় উত্তেজনা৷

Advertisement

রবিবার চেন্নাইয়ের কাশী থিয়েটারে সিনেমা দেখতে গিয়েছিলেন তিন কলেজ পড়ুয়া৷ তাঁদের নাম ভিজি, সবরিতা ও শীলা৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাতীয় সংগীত চলার সময় ওই তিন ছাত্র-ছাত্রী ছবি তুলছিলেন৷ সেই সময় কেউ তাঁদের বাধা না দিলেও, বিরতির সময় বিজয়কুমার নামের এক ব্যক্তি তাঁদের এহেন আচরণের জন্য হুমকি দেন৷ আর তখনই দু’পক্ষের মধ্যে বচসা বাধে৷ তখনই বিজয়কুমার-সহ প্রেক্ষাগৃহের বাকিরা ওই তিন ছাত্র-ছাত্রীর উপর চড়াও হন৷ তাঁদের মারধর করার পাশাপাশি হুমকিও দেওয়া হয় বলে ওই তিন পড়ুয়ার অভিযোগ৷

এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার প্রেক্ষাগৃহ চত্ত্বরে উত্তেজনা ছড়ায় বলে জানা গিয়েছে৷ বিজয়কুমার এই অভিযোগ সত্যি স্বীকার করে জানিয়েছেন, “জাতীয় সংগীত চলার সময় ওই তিন পড়ুয়া সংগীতের অবমাননা করে সেলফি তুলছিল৷ আর সেটাই আমাদের পছন্দ হয়নি৷”

The post প্রেক্ষাগৃহে জাতীয় সংগীতের অবমাননা, মারধর তিন পড়ুয়াকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement