shono
Advertisement

জানেন, অধিকাংশ ভারতীয় সরকারি স্বাস্থ্য পরিষেবা নিয়ে কী ভাবেন?

সমীক্ষায় বেরিয়ে এল মারাত্মক তথ্য। The post জানেন, অধিকাংশ ভারতীয় সরকারি স্বাস্থ্য পরিষেবা নিয়ে কী ভাবেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 08:24 PM Sep 21, 2017Updated: 02:54 PM Sep 21, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আস্থা হারাচ্ছেন মানুষ। সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপর থেকে। বলা ভাল, স্বাস্থ্য পরিষেবার উপর থেকে। সর্বোপরি সরকারি হাসপাতালের উপর থেকে। এই তথ্য দিচ্ছে একটি সাম্প্রতিক সমীক্ষা।

Advertisement

বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন মিলে গঠন করা হয় একটি দল। যাতে যোগ দেন সাধারণ মানুষও। নাম দেওয়া হয় লোকাল সার্কেল। এটি একটি নাগরিক মঞ্চ, যেখানে তুলে ধরা হয় বিভিন্ন সমস্যার কথা। এই লোকাল সার্কেল পরিচালিত একটি অনলাইন স্বাস্থ্য সংক্রান্ত সমীক্ষায় উঠে এসেছে মারাত্মক তথ্য। দেখা যাচ্ছে ভারতের প্রতি চারজন নাগরিকের মধ্যেই তিনজনই সরকারি হাসপাতালকে দুর্নীতির আখড়া মনে করেন। প্রতি চারজনের মধ্যে দুজন সরকারি হাসপাতালের পরিষেবার প্রতি আস্থা রাখেন না। পরিবারের স্বাস্থ্য পরিষেবার জন্য তাদের ভরসা বেসরকারি স্বাস্থ্যব্যবস্থা।

[এবার বিষমদ রুখতে ফাঁসির দাওয়াই যোগীর রাজ্যে ]

ইউরোপের বিভিন্ন দেশের ছবিটা আবার পুরোপুরি আলাদা। সেখানে স্বাস্থ্য পরিষেবার অর্থ সরকারি হাসপাতাল। লোকাল সার্কেল অনলাইনে একটি ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে এই সমীক্ষা চালায়। প্রায় ৩২০০০ ভোট পড়ে সরকারি হাসপাতালের বিরুদ্ধে মত দিয়ে। বাকি ভোট পড়েছে সরকারি স্বাস্থ্য পরিষেবায় আস্থা রেখে। যদিও, সেই সংখ্যাটা হাতে গোনা।

[৪৫ লক্ষ টাকা ঘুষ নিয়ে জঙ্গিকে ছাড়ল খোদ আইজি, চাঞ্চল্য উত্তরপ্রদেশে]

যারা সরকারি হাসপাতালের পক্ষে রায় দিয়েছেন, তাদের মধ্যে ১৬ শতাংশ বলছেন খরচ কম। তাই সরকারি হাসপাতালে যান তাঁরা। যারা বিপক্ষে ভোট দিয়েছেন তাদের ৬৫ শতাংশ বলছেন, তারা কোনওদিনই চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের দ্বারস্থ হননি। বাকি সংখ্যক মানুষের মতে সরকারি হাসপাতালে চিকিৎসা নয়, দুর্নীতির প্রাকটিস হয়। পরিকাঠামোর অভাবের মতো কারণও তুলে ধরেছেন তাঁরা। কারওর মতে ওষুধের অপ্রতুলতা, অপরিচ্ছন্নতা, পিছিয়ে দিয়েছে সরকারি হাসপাতালকে। আদৌ সেখানে সঠিক চিকিৎসা পাওয়া যাবে কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

[রোগী ফেরাল একাধিক সরকারি হাসপাতাল, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটল জট]

সমীক্ষায় প্রমাণিত, ভারতের সরকারি হাসপাতালের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠছে, যদিও এই প্রশ্ন বহুদিনের। রোগ সারিয়ে মূল স্রোতে কবে ফিরবে সরকারি স্বাস্থ্যব্যবস্থা, সাধারণ মানুষ এখন তারই অপেক্ষায়।

The post জানেন, অধিকাংশ ভারতীয় সরকারি স্বাস্থ্য পরিষেবা নিয়ে কী ভাবেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement