shono
Advertisement

গরু চোর সন্দেহে ফের গণপিটুনি, বিহারে প্রাণ গেল ৩ যুবকের

নিহতদের পরিজনেরা এই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করেছেন৷ The post গরু চোর সন্দেহে ফের গণপিটুনি, বিহারে প্রাণ গেল ৩ যুবকের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:25 PM Jul 19, 2019Updated: 06:05 PM Jul 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণহানি৷ এবার ঘটনাস্থল বিহারের সারন জেলার বানিয়াপুর গ্রাম৷ একটি গাড়ি করে গরু নিয়ে যাওয়ার পথে গাড়িটি আটক করে জনা কয়েক দুষ্কৃতী৷ তিনজনকে ধরে মারধর চলে বলে অভিযোগ৷ তাতেই তাঁদের মৃত্যু হয়েছে বলে নিহতদের পরিজনেরা অভিযোগ দায়ের করেছেন৷ পুলিশ নিহতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে৷

Advertisement

[ আরও পড়ুন: বাবরি ধ্বংস মামলায় ৯ মাসের মধ্যেই ভাগ্য নির্ধারণ আডবানী-উমার]

জানা গিয়েছে, তিন যুবক একটি ছোট গাড়ি করে গরু নিয়ে যাচ্ছিলেন৷ ভোর সাড়ে চারটে নাগাদ গাড়িতে গরু-সহ তিনজনকে দেখে অবাক হয়ে যান স্থানীয়রা৷ রাস্তার মাঝে গাড়ি থামান তাঁরা৷ গাড়ির ভিতরে থাকা গরুর মালিকানা নিয়ে প্রশ্ন করা হয় তাঁদের৷ স্থানীয়দের দাবি, গরুটি আদৌ কার, সেই প্রশ্নের নাকি যথাযথ উত্তর দিতে পারেননি তিন যুবক৷ অভিযোগ, উত্তরে অসঙ্গতি পেয়েই গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে আনা হয় তাঁদের৷ কমপক্ষে জনা পঞ্চাশ গ্রামবাসী তাঁদের ঘিরে ধরে৷ গরু চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয় তিনজনকে৷ অচৈতন্য অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন প্রত্যেকে৷ পরিস্থিতি বেগতিক বুঝে ততক্ষণে যদিও গ্রামবাসীরা ঘটনাস্থল ছেড়ে চম্পট দিয়েছে৷

শুক্রবার সকালে ওই তিন যুবকের পরিজনরা ঘটনাস্থলে পৌঁছন৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে ছাপরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে ততক্ষণে মারা গিয়েছেন প্রত্যেকেই৷ এই ঘটনায় স্থানীয় থানায় নিহতদের পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে৷

[ আরও পড়ুন: কুলভূষণ মামলায় পাকিস্তান আইসিজে-র রায় অমান্য করলে কী করবে ভারত?]

দিনকয়েক ধরে বানিয়াপুর এলাকায় গরু চুরির মতো ঘটনা বেড়ে গিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা৷ তার জেরে ক্ষোভ বাড়ছিল গ্রামবাসীদের৷ ক্ষোভের বহিঃপ্রকাশেই মৃত্যু হয়েছে তিন যুবকের৷ এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ বাকিদের খোঁজে চলছে তল্লাশি৷ শুধুমাত্র গুজবে কান দিয়ে গণপিটুনিতে প্রাণহানি রোধে সতর্ক প্রশাসন৷ তা সত্ত্বেও কেন একের পর এক জায়গায় এমন ঘটনা ঘটছে? সে বিষয়টি ভাবাচ্ছে আধিকারিকদের৷

শুধু বিহারই নয়, রাজস্থানের আলওয়ারেও এক যুবককে পিটিয়ে খুন করা হয়৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর আঠাশের ওই যুবক মোটরবাইক নিয়ে যাচ্ছিলেন৷ সেই সময় এক বয়স্ক ভদ্রমহিলাকে ধাক্কা দেন তিনি৷ তাতে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা৷ বেধড়ক মারধর করা হয় যুবককে৷ মারের চোটে প্রাণ হারান তিনি৷    

 

The post গরু চোর সন্দেহে ফের গণপিটুনি, বিহারে প্রাণ গেল ৩ যুবকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement