shono
Advertisement

বাড়তে পারে পুরনো নোটে লেনদেনের সময়সীমা

আরও ৭-১০ দিন সরকারি প্রতিষ্ঠানগুলোয় পুরনো নোটই ব্যবহার করা যাবে৷ ছাড় থাকছে বিমানবন্দরে পার্কিং ও পেট্রোল পাম্পগুলোতেও৷ The post বাড়তে পারে পুরনো নোটে লেনদেনের সময়সীমা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:07 PM Nov 24, 2016Updated: 01:57 PM Nov 24, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাতিল নোটে লেনদেনের সময়সীমা শেষ হচ্ছিল আজই৷ অর্থাৎ ২৪ নভেম্বর রাত ১২ টার পর আর জরুরি পরিষেবার ক্ষেত্রেও ব্যবহার করা যেত না পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট৷ তবে সে সময়সীমা আরও ৭-১০ দিন বাড়তে চলেছে বলে জানা যাচ্ছে৷

Advertisement

কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রের খবর, পুরনো নোটে লেনদেনের সময়সীমা আরও কিছুদিন বাড়ানো হচ্ছে৷ এখনও সমস্ত পুরনো নোট বদলানো সম্ভব হয়নি৷ এছাড়া এটিএম ও ব্যাঙ্কে নোটের জোগানও যথেষ্ট নয়৷ এ পরিস্থিতিতে পুরনো নোটে লেনদেন একেবারে বন্ধ হয়ে গেলে ঘোর বিপাকে পড়বে জরুরি পরিষেবা৷ আর তারপরই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে৷ অর্থাৎ আরও ৭-১০ দিন সরকারি প্রতিষ্ঠানগুলোয় পুরনো নোটই ব্যবহার করা যাবে৷ ছাড় থাকছে বিমানবন্দরে পার্কিং ও পেট্রোল পাম্পগুলোতেও৷

এর আগেও একবার এই সময়সীমা বাড়ানো হয়েছিল৷ গতকালই রিজার্ভ ব্যাঙ্কের তরফে রাজ্যকে জানানো হয়েছে যে, পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে আরও কিছুদিন সময় লাগবে৷ আর তারপরই কেন্দ্র এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত  নিয়েছে বলে জানা যাচ্ছে৷

The post বাড়তে পারে পুরনো নোটে লেনদেনের সময়সীমা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement