shono
Advertisement

কোভিড বিধি ভঙ্গ করছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নিজেই! ত্রিপুরার মুখ্যসচিবকে চিঠি তৃণমূলের

মুখ্যমন্ত্রীর শাস্তি দাবি করেছেন সুস্মিতা দেব।
Posted: 07:57 PM Sep 24, 2021Updated: 07:58 PM Sep 24, 2021

সংবাদ প্রতিদিন ব্যুরো: কোভিভের অজুহাতে রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। অথচ, খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কোভিড বিধি ভেঙে জনসভা করছেন। বিস্ফোরক অভিযোগ করল ত্রিপুরা তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোভিডবিধি ভাঙার অভিযোগ তুলে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখেছেন সেরাজ্যের তৃণমূল নেতা সুবল ভৌমিক (Subal Bhowmik)। বিপ্লব দেবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়েছেন তিনি।

Advertisement

কোভিড রুখতে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ত্রিপুরায় সব রকম মিছিল, জমায়েত, রাজনৈতিক সভায় স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্ট। সেই অজুহাতে ত্রিপুরায় তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেরাজ্যে মহামিছিলের অনুমতি দেয়নি প্রশাসন। অভিষেকের গোটা সফরই বাতিল হয়ে গিয়েছে। যা নিয়ে বিস্তর রাজনীতিও হয়েছে। অভিষেককে ঢুকতে না দেওয়ার অভিযোগে সরব হয়েছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

[আরও পড়ুন: জনগণনায় জাতির উল্লেখকে সমর্থন নয়! সুপ্রিম কোর্টে জানিয়ে দিল কেন্দ্র]

এসব বিতর্কের মধ্যে এবার খোদ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (Biplob Deb) বিরুদ্ধে কোভিডবিধি ভঙ্গ করার অভিযোগ উঠল। ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিকের দাবি, বৃহস্পতিবার আগরতলা রবীন্দ্র ভবনে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আয়ুষ্মান ভারত প্রকল্পের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সেখানে কোভিড বিধি ভঙ্গ হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালের উপস্থিতিতে আরেকটি জমায়েতেও কোভিড বিধি ভঙ্গ হয়েছে। অথচ, এই দুই ক্ষেত্রেই প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। ত্রিপুরার মুখ্যসচিব অলোক কুমার সেই চিঠির প্রাপ্তি স্বীকারও করেছেন।

[আরও পড়ুন: কাটতে গিয়ে দফারফা চুল! স্যাঁলোর থেকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি মডেলের]

তৃণমূলের বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে কোভিড (COVID) বিধির পরোয়া না করে মিটিং-জনসভা করছেন, অথচ তাঁদের মিটিং মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না। এতেই প্রমাণিত হয়, তৃণমূলকে ভয় পাচ্ছে বিজেপি (BJP)। তৃণমূল নেত্রী সুস্মিতা দেব বলছেন, “মুখ্যমন্ত্রী নিজে করোনার নিয়ম মানছে না। আমরা মুখ্যসচিবকে এ বিষয়ে হস্তক্ষেপ করতে অনুরোধ করব। বিপ্লব দেবের শাস্তি হওয়া উচিত।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement