সংবাদ প্রতিবাদ ডিজিটাল ডেস্ক: আদালত বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করেছে। তা সত্ত্বেও আগামী ৫ আগস্ট পথে নামবে তৃণমূল, জানাল দল। সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলবে বলেই খবর।
গত ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসে রাজ্যের সমস্ত বিজেপি নেতার বাড়ি ঘেরাও করার ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আগামী ৫ আগস্ট রাজ্যের যত ছোট, বড়, মেজ বিজেপি নেতা আছেন, সকলের বাড়ি ঘেরাও করুন। একদম বাড়িতে কাউকে ঢুকতে বা বেরতে দেবেন না। তবে বাড়ির বয়স্কদের জন্য ছাড় রয়েছে। তাঁদের আটকাবেন না।” এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বক্তব্য রাখতে উঠে তা একটু সংশোধন করে দেন। তিনি জানান, বাড়ি থেকে ১০০ মিটার দূরত্বে ঘেরাও করতে হবে। আর কর্মসূচি হোক ব্লকে ব্লকে। কিন্তু হাই কোর্ট এই কর্মসূচি বাতিল করে দিল। এদিন প্রধান বিচারপতি টি শিবজ্ঞানম বলেন, “ধরুন কেউ বলল, হাই কোর্ট ঘেরাও করবে, তাহলে কি প্রশাসন কোনও ব্যবস্থা নেবে না?”
[আরও পড়ুন: এক টুকরো মাংসের লোভ! ষষ্ঠশ্রেণির ছাত্রের নিম্নাঙ্গ ক্ষতবিক্ষত করে দিল সারমেয়র দল]
আদালতের নির্দেশের পরই সাংবাদিক বৈঠক করেন তাপস রায়। সেখানে তিনি জানান, কারও অসুবিধা না করেই ব্লকে ব্লকে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে কর্মসূচি পালন করা হবে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী সেদিনই বলেছিলেন ব্লকে ব্লকে গিয়ে বঞ্চনার কথা তুলে ধরা হবে। এটা তো কারও বাড়ির দরজায় যাওয়া নয়। তাই সেই কর্মসূচি হবে।” এ বিষয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “মুখ্যমন্ত্রীর সামনে এরকম একটা কর্মসূচি নেওয়া হল। মুখ্যমন্ত্রী সেটা বাতিলও করলেন না। ফলে আদালতের যা করার তাই করেছে।”