সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির সদস্য সংগ্রহ অভিযানকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে সংঘর্ষ৷ আর তাতেই ধুন্ধুমার কলকাতার রিজেন্ট পার্কে৷ শাসকদলের বিরুদ্ধে তাদের দলীয় কর্মীদের মারধরের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির৷ সূত্রের খবর, দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবিতে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত এলাকায় বিক্ষোভ দেখান তাঁরা৷ যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার বা আটক হয়নি বলেই পুলিশ সূত্রে খবর৷
[ আরও পড়ুন: বেহালায় বৃদ্ধার রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার দেহ ]
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে রিজেন্ট পার্কের শান্তিনগর এলাকায় সদস্যতা অভিযানে নেমেছিলেন বিজেপি কর্মীরা৷ অভিযোগ, অতর্কিতে তাঁদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী৷ মারধর করা হয় যুব মোর্চা এবং মহিলা মোর্চার নেতা-নেত্রীদের। ৪০ থেকে ৫০ জন দুষ্কৃতী মাটিতে ফেলে বেধড়ক মারে তাঁদের৷ এরপরই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ ঘটনাস্থলে আসে পুলিশ৷ আহত বিজেপি কর্মীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিজেপির দাবি, স্থানীয় কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় ও বরো চেয়ারম্যান তপন দাশগুপ্তের নেতৃত্বেই এই হামলার ঘটনাটি ঘটেছে। তাঁর মদতেই বিজেপি নেতা-কর্মীদের মারধর করেছে শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা৷ স্থানীয় সূত্রে খবর, ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করেন বিজেপি কর্মীরা৷ দোষীদের কঠোর শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখান তারা।
[ আরও পড়ুন: নির্বাচনী খরচে দুর্নীতি নিয়ে সরব মমতা! সর্বদল বৈঠকের দাবিতে চিঠি মোদিকে ]
অন্যদিকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে পালটা হামলার অভিযোগে সরব হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ তাঁদের অভিযোগ, ওই এলাকার একটি পার্টি অফিসে ভাঙচুর করেছে গেরুয়া শিবির৷ তাঁদের দলের কর্মীদের প্রথমে মারধর করা হয়। তারপরই প্রতিবাদ করেন তাঁরা৷ মিতালি বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘‘আমরা কাউকেই মারিনি। ওরাই আমাদের সমর্থকদের মেরেছে।’’ দুই রাজনৈতিক দলের এই সংঘর্ষের ঘটনায় যথারীতি আতঙ্ক ছড়িয়েছে এলাকার সাধারণ মানুষের মধ্যে৷
The post সদস্যতা অভিযানকে ঘিরে ধুন্ধুমার, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত রিজেন্ট পার্ক appeared first on Sangbad Pratidin.