টিটুন মল্লিক, বাঁকুড়া: সকাল থেকে বাঁকুড়ার (Bankura) বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (TMC Candidate Sayantika Banerjee)। কড়া রোদ উপেক্ষা করেই ভোটগ্রহণের খোঁজ খবর নিয়ে চলেছেন। এমন পরিস্থিতিতেই তৃণমূলের তারকা প্রার্থীর (TMC Star Candidate) বিরুদ্ধে টাকা দিয়ে ভোট প্রভাবিত করার অভিযোগ তুলল বিজেপি।
একটি বেসরকারি সংবাদমাধ্যমে দেখানো হয়, কিছু মহিলাকে টাকা দিচ্ছেন সায়ন্তিকা। এরপর আবার বাঁকুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী (BJP Candidate) নীলাদ্রি শেখর দানা দাবি করেন, তিনি নিজে সায়ন্তিকাকে টাকা বিলি করতে দেখেছেন। তাঁর অভিযোগ, তারকা প্রার্থী টাকা ভরতি ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর বিভিন্ন কেন্দ্রে গিয়ে তা ভোটারদের হাতে তুলে দিচ্ছেন। তবে এতে বিশেষ লাভ হবে না বলেই দাবি করেন নীলাদ্রি শেখর দানা (Niladri Sekhar Dana)।
[আরও পড়ুন: দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডে সম্মানিত ‘থালাইভা’ রজনীকান্ত, প্রশংসা নরেন্দ্র মোদির]
নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের কড়া জবাব দিয়েছেন সায়ন্তিকা। তৃণমূল প্রার্থী জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় কালী মন্দিরে গিয়েছিলেন তিনি। কিন্তু মন্দির সেসময় বন্ধ ছিল। বাইরে দাঁড়িয়েই প্রণাম করেন। মন্দির বন্ধ থাকায় প্রণামীর বাক্সে দক্ষিণা দেওয়ার উপায়ও ছিল না। তাই ১০০ টাকা তিনি মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকা গরিব, দুঃস্থদের হাতে তুলে দেন। তাঁদের কিছু খেয়ে নিতে বলেন। মহিলারা মন ভরে তাঁকে আশীর্বাদ করেন বলেই জানান সায়ন্তিকা। উলটে সায়ন্তিকা আবার অভিযোগ করেন, বিজেপির কর্মী-নেতারা বিভিন্ন বুথে টাকা বিলি করছেন। উদাহরণ হিসেবে ৩০১ নম্বর বুথের কথাও উল্লেখ করেন। এছাড়াও একাধিক বুথের পাশে খাবার বিলি করা হচ্ছে বলেও অভিযোগ করেন সায়ন্তিকা। তাহলে কি নির্বাচন কমিশনে (EC) অভিযোগ করবেন অভিনেত্রী? প্রশ্নের উত্তরে সায়ন্তিকা জানান, অত সময় নেই তাঁর। এখনও অনেক কেন্দ্রে ঘোরা বাকি রয়েছে। সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দিতে হবে তাঁকে।
দেখুন ভিডিও –
[আরও পড়ুন: চণ্ডীপুরে সোহমকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান বিজেপি সমর্থকদের, ক্ষোভ প্রকাশ তারকার]