নিরুফা খাতুন: গত শুক্রবার দক্ষিণ কলকাতায় ১০৮ নম্বর ওয়ার্ডরে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা করা হয়েছিল। কসবায় নিজের বাড়ির সামনে আততায়ীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে। তবে শেষ মুহূর্তে ট্রিগার জ্যাম হয়ে যাওয়ায় বরাতজোরে বেঁচে যান কাউন্সিলর। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার ফের তৃণমূলের আর এক কাউন্সিলরের বাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। তাঁর বাড়ির আশেপাশে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি যাতায়াত ধরা পড়ল সিসিটিভিতে! তাতেই বাড়ল আতঙ্ক। এনিয়ে কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেছেন।
কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের অভিযোগ, তাঁর বালিগঞ্জ প্লেসের বাড়িতে এদিন দুপুরে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি পায়চারি করছিলেন। একাধিকবার তাকে কাউন্সিলরের বাড়ির মধ্যে যাতায়াত করতে দেখা যায়। এমনকি তাঁর বাড়ির ছাদেও পৌঁছে যায় ওই ব্যক্তি। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির আনাগোনা দেখে সন্দেহ হয় কাউন্সিলরের। গড়িয়াহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। এদিন তাঁর বাসভবনে গিয়ে প্রাথমিকভাবে পরিদর্শন করে পুলিশ।
জানা গিয়েছে, কাউন্সিলররের তিনতলা বাড়ির ছাদে কাজ চলছে। সেখানে মিস্ত্রিদের যাতায়াত রয়েছে। সেজন্য প্রবেশের গেট খোলা থাকে। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ কাউন্সিলর বাড়িতে আসেন। আর ২ টো ৪০ মিনিট নাগাদ এক ব্যক্তি তাঁর প্রবেশ পথে বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির আনাচেকানাচে সে ঘুরতে থাকে। সিঁড়ি দিয়ে তাকে উপরে উঠতেও দেখা যায়। কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের অভিযোগ, ওই ব্যক্তির গতিবিধি ছিল সন্দেহজনক। দুষ্কৃতীরা যেমন হামলার আগে রেকি করে যায়,তেমনই। তার গতিবিধি ঠিক সেরকই মনে হয় কাউন্সিলরের। তাঁর অনুমান, ওই ব্যক্তির সঙ্গে অস্ত্রও ছিল। গড়িয়াহাট থানায় তিনি বিষয়টি সবিস্তারে জানান।
এই প্রথম নয়, এর আগেও সুদর্শনার বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। সেবার বাথরুমের জানালার কাচ খুলে বাড়িতে ঢুকে আলমারি-সহ গোটা বাড়ি কার্যত লন্ডভন্ড করে দেওয়া হয়েছিল। সোনার অলঙ্কার, নগদ টাকা-সহ বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সেই সময় বাথরুম ও রান্নাঘরের কলও খুলে নিয়ে গিয়েছিল। এবার ফের অজ্ঞাতপরিচয়ের আনাগোনা নজরে আসতে সোজা থানায় গেলেন তিনি।